Saturday, May 4, 2024
Homeআবহাওয়ামার্চের শুরুতেই হাঁসফাঁস গরমে নাজেহাল রাজ্যবাসী

মার্চের শুরুতেই হাঁসফাঁস গরমে নাজেহাল রাজ্যবাসী

মার্চের শুরুতেই হাঁসফাঁস গরমে নাজেহাল রাজ্যবাসী। কলকাতার তাপমাত্রা প্রায় ৩৫ ডিগ্রি ছুঁইছুঁই। আগামী কয়েকদিন বৃষ্টির কোনও সম্ভাবনাই নেই। জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

চলতি সপ্তাহেই তাপমাত্রার পারদ ছোঁবে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। আগেই এমন পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রবিবার সেইদিকেই যেন আরও এক ধাপ এগোল কলকাতা। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিত আর্দ্রতার পরিমাণ ৯৬ শতাংশ। আগামী পাঁচদিন আবহাওয়ার তেমন কোনও পরিবর্তন হবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস। পাঁচদিন বৃষ্টিপাতেরও কোনও সম্ভাবনা নেই কলকাতা তথা দক্ষিণবঙ্গে।

হাওয়া অফিস বলছে, আগামী পাঁচদিন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। মূলত পরিষ্কার থাকবে আকাশ। তবে বাড়তে শুরু করবে তাপমাত্রার পারদ। শুধু তাই নয়, আগামী দুই থেকে তিন দিনে কলকাতার তাপমাত্রা ৩৪ থেকে ৩৫ ডিগ্রিতে পৌঁছবে। তবে দক্ষিণবঙ্গের কোনও জেলাতে তাপপ্রবাহের সম্ভাবনা নেই বলে জানা গিয়েছে। বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা আগামী ২৪ ঘণ্টায় নেই দক্ষিণবঙ্গের কোনও জেলাগুলিতেই, স্পষ্ট জানিয়েছে হাওয়া অফিস। তবে দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টিপাত হতে পারে আগামী ২৪ ঘণ্টায়, জানা যাচ্ছে এমনটাই। যদিও সুজীব কর জানাচ্ছেন, “এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা সেভাবে নেই। চাপের বিন্যাস এখন যেরকম, তাতে আকস্মিকভাবে বৃষ্টি নামার কোনও সম্ভাবনা নেই। এই সপ্তাহের পরে, বঙ্গোপসাগরে ছোটখাটো নিম্নচাপ তৈরি হতে পারে। যার জেরে কলকাতা সহ গোটা রাজ্যে বৃষ্টিপাত হতে পারে।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments