Thursday, May 2, 2024
HomeBreaking newsমানিক ভট্টাচার্যের বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করল সিবিআই

মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করল সিবিআই

প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করল সিবিআই। কোথাও কোনও খোঁজ না পাওয়ায় লুক আউট নোটিস, দাবি সিবিআই সূত্রে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আশঙ্কা, দেশ ছেড়ে পালিয়ে যেতেও পারেন মানিক ভট্টাচার্য। তৃণমূল বিধায়ক মানিকের খোঁজে সমস্ত বিমানবন্দরে লুক আউট নোটিস দিয়েছে সিবিআই।  

এদিন নদিয়ার পলাশীপাড়ায় মানিকের পৈতৃক বাড়িতেও হানা দেয় ইডির দল। তবে সেই বাড়িতে এখন বড় তালা ঝুলছে। বাড়িতে কারও দেখা মেলেনি। এলাকায় সাধারণ মানুষ এবং সংবাদমাধ্যমের ভিড়। সূত্রের খবর, শীঘ্রই ইডি অফিসাররা তাঁর বাড়িতে লুক আউট নোটিস ঝুলিয়ে দেবেন। 

প্রাথমিক টেটে নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে মানিকের। তাঁর আমলে নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। তা নিয়ে মামলা হয়েছে একাধিক। হাইকোর্ট গঠিত অবসরপ্রাপ্ত বিচারপতি রণজিত বাগের নেতৃত্বাধীন তদন্ত কমিটির রিপোর্টেও মানিককে দোষী সাব্যস্ত করা হয়েছে। ওই কমিটি মানিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা করারও সুপারিশ করেছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে মানিককে শিক্ষা পর্ষদের সভাপতি পদ থেকে সরতে হয়েছে। তাঁকে সিবিআই তদন্তের মুখোমুখি হতে হয়। তাঁর একাধিক বাড়িতে সিবিআই তল্লাশি চালায়। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments