Thursday, May 2, 2024
Homeকোচবিহারমন্ত্রিত্ব পেতে চলেছেন উদয়ন গুহ,আশায় বুক বাঁধছে দিনহাটাবাসী

মন্ত্রিত্ব পেতে চলেছেন উদয়ন গুহ,আশায় বুক বাঁধছে দিনহাটাবাসী

দিনহাটা:

আগামী মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার রদবদল এর সম্ভাবনা রয়েছে। সেখানেই উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রিত্ব পেতে চলেছেন উদয়ন গুহ এমনটাই সূত্রের খবর। আশায় বুক বাঁধছে দিনহাটা বাসী। তৃণমূল শিবির চাইছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী করা হোক তাকে। উপনির্বাচনে আগে থেকেই দাবি করে আসছিলেন তারা। রেকর্ড মার্জিনে উপ-নির্বাচনে জয়ী হওয়ার পর সেই দাবি আরো জোরালো হয়।

আগামী মঙ্গলবার ৪ বিধানসভা উপনির্বাচনের জয়ী তৃণমূল প্রার্থীরা যথাক্রমে সুব্রত মন্ডল(গোসাবা), শোভন দেব চট্টোপাধ্যায়(খরদহ), উদয়ন গুহ(দিনহাটা) এবং ব্রজকিশোর গোস্বামী(শান্তিপুর) বিধায়ক পদে শপথ নেবেন। মঙ্গলবার বিকেল ৩টায় মন্ত্রিসভার বৈঠক হবে। সেখান থেকেই মন্ত্রিত্বের নতুন মুখ দেখা যেতে পারে।

তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার পর উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর নিজের কাছে রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে এই দপ্তর সামলেছিলেন কোচবিহারের দাপুটে নেতা রবীন্দ্রনাথ ঘোষ। নতুন করে সেই দায়িত্ব এবার পেতে চলেছেন দিনহাটা বিধানসভা কেন্দ্রের জয়ী তৃণমূল প্রার্থী উদয়ন গুহ। পাশাপাশি ক্রেতা সুরক্ষা দপ্তর, পঞ্চায়েত দপ্তর এবং অর্থমন্ত্রকে রদবদল হতে চলেছে।

প্রয়াতঃ পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় দীর্ঘদিন থেকেই পঞ্চায়েত দপ্তরের মন্ত্রিত্ব সামলাচ্ছেন। অভিজ্ঞ সুব্রতবাবুর জায়গায় নতুন মুখকে হতে চলেছে সেটাই দেখার বিষয়। সূত্রের খবর পঞ্চায়েত মন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন বর্তমান মন্ত্রিসভার সদস্য।

এর পাশাপাশি অর্থমন্ত্রী অমিত মিত্র মন্ত্রিত্বের মেয়াদ শেষ হচ্ছে নভেম্বর মাসেই। জানা যাচ্ছে অর্থতত্ত্ব নিজের হাতেই রাখতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ণ মন্ত্রীর মর্যাদা দিয়েই অর্থ দপ্তরের উপদেষ্টা হিসেবে অমিত মিত্রকে কাজে লাগাতে চান মুখ্যমন্ত্রী।

ক্রেতা সুরক্ষা দপ্তরের দায়িত্ব সামলাচ্ছিলেন সাধন পান্ডে তবে অসুস্থতার কারণে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। এর ফলে কর্মক্ষেত্রে তৈরি হচ্ছে সমস্যা, শোনা যাচ্ছে সাধন পান্ডের পরিবর্তে নতুন কাউকে মন্ত্রী করার চিন্তা-ভাবনা চলছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments