Saturday, April 20, 2024
Homeকোচবিহাররাজবংশী শিক্ষাপ্রতিষ্ঠানে রাজবংশী ভাষার ছাত্র-ছাত্রীদের অধিকারের দাবিতে ডেপুটেশন

রাজবংশী শিক্ষাপ্রতিষ্ঠানে রাজবংশী ভাষার ছাত্র-ছাত্রীদের অধিকারের দাবিতে ডেপুটেশন

নিজস্ব সংবাদদাতাঃ
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশক্রমে কোচবিহার জেলায় 200 রাজবংশী ভাষার পঠন পাঠন কে প্রাধান্য দিয়ে বিদ্যালয় খুলতে চলেছে, আর সেখানেই রাজবংশী ভাষার ছাত্র-ছাত্রীদের প্রাধান্য দেওয়ার দাবি নিয়ে মঙ্গলবার কোচবিহার জেলা শাসক দপ্তরে স্মারকলিপি প্রদান করেন রাজবংশী ভাষার ছাত্রছাত্রীরা। তাদের দাবি বর্তমানে প্রায় 800 শিক্ষক নিয়োগ হতে চলেছে এই 200 টি বিদ্যালয় এ সেইখানেই যেসমস্ত ছাত্রছাত্রীরা বর্তমানের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় থেকে রাজবংশী ভাষার শিক্ষা গ্রহণ করছেন তাদের অগ্রাধিকার দেওয়ার দাবি উঠেছে। ছাত্র-ছাত্রীদের পক্ষে রাহুল দেব বর্মন বলেন, রাজবংশী ভাষা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ ভাষা। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী ভাষার স্বীকৃতি প্রদানের পাশাপাশি সম্মান প্রদান করেছেন। যে বিদ্যালয়গুলিতে এই ভাষার পঠন-পাঠন হবে সেখানে রাজবংশী ছাত্র-ছাত্রীদের অগ্রাধিকার শিক্ষকতা ক্ষেত্রে দেওয়া র দাবি জানানো হচ্ছে। কোচবিহার জেলা শাসকের মারফত এই দাবি পত্র মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছনোর আবেদন করেছেন তারা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments