Saturday, April 27, 2024
HomeBreaking newsIPL AUCTION-23 রাত পেরোলেই আইপিএল নিলাম

IPL AUCTION-23 রাত পেরোলেই আইপিএল নিলাম

২০২৩ সালের IPL-এর আগে আয়োজিত হচ্ছে মিনি নিলাম। প্রতিটা ফ্র্যাঞ্চাইজি তাদের দুর্বল প্লেয়ারদের ছেড়ে দিয়েছে এর আগে। এবার বাকি প্লেয়ারদের থেকে নিলামে নতুন প্লেয়ার নিয়ে ২০২৩ সালের আগে দল গঠন করতে হবে। এবার IPL-এর মিনি নিলামে অংশ নেবেন মোট ৪০৫ জন প্লেয়ার। এদের মধ্যে থেকে ৮৯ জন সুযোগ পাবেন। কারণ ১০টা ফ্র্য়াঞ্চাইজি মিলিয়ে মোট ৮৯টা জায়গা খালি আছে। এবার মিনি নিলামের আগে মোট ৯৯১ জন প্লেয়ার নাম নথিভুক্ত করেছিলেন। সেখান থেকে ৩৬৯ জন প্লেয়ারকে নির্বাচন করে BCCI । পরে ফ্র্যাঞ্চাইজির আবেদনের উপর ভিত্তি করে আরও ৩৬ জন প্লেয়ারকে নেওয়া হয় নিলামে।

এই ৪০৫ জন প্লেয়ারের মধ্যে ভারতীর প্লেয়ার হলেন ২৭৩ ও বিদেশি হলেন ১৩২ জন। এদের মধ্যে থেকে ৪ জন অ্যাসোসিয়েট দেশ থেকে। মোট ক্যাপড প্লেয়ার হলেন ১১৯ জন। আনক্যাপড প্লেয়ার হলেন ২৮২ জন। এবার ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে অর্থের পরিমাণ বেড়েছে। আগে ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে অর্থের পরিমাণ ছিল ৯০ কোটি টাকা। এবার তা বেড়েছে ৯ কোটি টাকায়। অর্থাৎ ফ্র্যাঞ্চাইজিগুলো এবার প্লেয়ার কিনতে খরচ করতে পারবে ৯৫ কোটি টাকা

দেখে নিন মিনি নিলামের আগে কোন দলের কাছে কত টাকা রয়েছে (সব হিসেব কোটি টাকায়)

  • সানরাইজার্স হায়দরাবাদ – ৪২.২৫
  • পঞ্জাব কিংস – ৩২.২
  • লখনউ সুপার কিংস – ২৩.৩৫
  • মুম্বই ইন্ডিয়ান্স – ২০.৫৫
  • চেন্নাই সুপার কিংস – ২০.৪৫
  • দিল্লি ক্যাপিটালস – ১৯.৪৫
  • গুজরাত টাইটান্স – ১৯.২৫
  • রাজস্থান রয়্যালস – ১৩.২
  • রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর – ৮.৭৫
  • কলকাতা নাইট রাইডার্স – ৭.০৫
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments