Saturday, April 20, 2024
HomeBreaking newsবিজেপি কর্মীর দোকানে অগ্নিসংযোগের অভিযোগ, অভিযোগের তীর তৃণমূলের দিকে

বিজেপি কর্মীর দোকানে অগ্নিসংযোগের অভিযোগ, অভিযোগের তীর তৃণমূলের দিকে

কোচবিহার বক্সিরহাট: এক বিজেপি কর্মীর দোকানে আগুন ধরিয়ে দেয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। রবিবার রাত ১১ টা ৩০ নাগাদ বক্সিরহাট থানার  নাগারখানা এলাকায় ঘটনাটি ঘটে। একদিকে কোচবিহার জেলার তুফানগঞ্জ 2 নং ব্লক জুড়ে তৃণমূলের গোষ্ঠী কোন্দল বারংবার প্রকাশ্যে। অন্যদিকে বিধানসভা ভোট পর্ব মিটে গেলেও তৃণমূল বিজেপির রাজনৈতিক সংঘর্ষ ঘটনা অব্যাহত তুফানগঞ্জ 2 নং ব্লক জুড়ে। যদিও অগ্নি সংযোগের অভিযোগ পুরোপুরি অস্বীকার করে স্থানীয় তৃণমূল অঞ্চল সভাপতি সুজিত ঘোষ।

বিজেপি কর্মীর দোকানে অগ্নিসংযোগের অভিযোগ, অভিযোগের তীর তৃণমূলের দিকে

বিজেপি যুব মোর্চার সভাপতি মিঠুন বর্মন বলেন, তিনি তুফানগঞ্জ 2 নং ব্লকের নাগারখানা এলাকায় বিজেপি কর্মী বলেই বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর তার পানের বড় এ আগুন ধরিয়ে দেয় তৃণমূল। তার পরে আবারো গতকাল রাতে নাগরখানা বাজার এ বর্তমানে ডেকোরেটার্স এর ভাড়া দেওয়া দোকানে, আগুন ধরিয়ে দেয় তৃণমূল এর দুষ্কৃতী। তাতে প্রায় 15 লক্ষ টাকার আসবাব পত্রের ক্ষয়ক্ষতি হয় বলেই জানান ওই দোকান মালিক। রাতেই অগ্নি সংযোগের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন ও বক্সিরহাট থানার পুলিশ। ও আগুন নেভানোর কাজে হাত লাগায় স্থানীয় বাসিন্দারাও। যদিও অগ্নি সংযোগের অভিযোগে পুরোপুরি অস্বীকার করে ভানুকুমারী দুই নং অঞ্চল সভাপতি সুজিত ঘোষ বলেন, বিজিপির বর্তমানে পায়ের তলার মাটি সরে গেছে। তাই তৃণমূলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলছে বিজেপি।

Read More –দিনহাটা শিশু মঙ্গল সমিতির তহবিলে অনুদান দিল সাহেবগঞ্জ এর সর্বস্তরের জনগণ

মুর্শিদাবাদের বড়ঞা ব্লকের সোনাভারুই, তারাপুর সহ বেশ কিছু গ্ৰাম জলমগ্ন

কোচবিহার জেলাশাসক মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি পাঠালো কামতা পুর প্রগ্রেসিভ পার্টি কোচবিহার

সরকারি নির্দেশিকা উপেক্ষা, মাদ্রাসার ছাত্রদের একাদশ শ্রেণির ফ্রম না দেওয়ার অভিযোগ

Trinamool is accused of setting fire to a BJP worker’s shop. The incident took place in Nagarkhana area of ​​Boksirhat police station around 11:30 pm on Sunday. On the one hand, the grassroots group quarrels in Tufanganj No. 2 block of Kochbihar district have been openly public. On the other hand, despite the end of the assembly polls, the political clashes between the Trinamool BJP continued throughout Tufanganj 2nd Block. However, local Trinamool president Sujit Ghosh denied the allegations.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments