Friday, April 26, 2024
Homeকোচবিহাররাজ পরিবারের মহালক্ষ্মী পুজোকে কেন্দ্র করে প্রস্তুতি তুঙ্গে কোচবিহার মদনমোহন বাড়িতে

রাজ পরিবারের মহালক্ষ্মী পুজোকে কেন্দ্র করে প্রস্তুতি তুঙ্গে কোচবিহার মদনমোহন বাড়িতে

কোচবিহার রাজ পরিবারের মহালক্ষ্মী পুজোকে কেন্দ্র করে প্রস্তুতি তুঙ্গে কোচবিহার মদনমোহন বাড়িতে৷ মদনমোহন বাড়ির কাঠামিয়া মন্দিরে রবিবার সন্ধ্যা বেলা রাজ পুরোহিত হীরেন্দ্রনাথ ভট্টাচার্য৷ রাজ আমলের রীতি মেনে আজও কোচবিহার রাজবাড়িতে মহালক্ষ্মীর পুজো হয়ে আসছে৷ দেবীমূর্তি তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে৷ এবারেও মহালক্ষ্মী মূর্তি তৈরি করছেন প্রভাত চিত্রকার। মৃৎশিল্পী প্রভাত চিত্রকর বংশ পরম্পরা গত ভাবে বিগত 30 বছর থেকে দেবী মহালক্ষ্মী চতুর্ভুজা মূর্তি তৈরি করে আসছেন৷ মৃৎশিল্পী প্রভাত চিত্রকর জানিয়েছেন যে, অন্যান্য মা লক্ষ্মীর মূর্তি থেকে এই মূর্তি একেবারেই আলাদা। প্রত্যেকের ঘরে গৃহ লক্ষী পূজিত হন যার বাহন থাকেন পেঁচা। মদনমোহন মন্দিরের কাঠামিয়া মন্দিরে মহালক্ষ্মীর মূর্তির চারদিকে চারটি হাতি দাঁড়িয়ে থাকেন৷ মহালক্ষী দেবীর গায়ের কালার রক্ত বন্যা মহালক্ষীর সাথে গজরাজে বিরাজমান ইন্দ্র দেবের পূজা হয় এদিন। দেবত্র ট্রাস্ট বোর্ড ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, পুজোয় বলি দেওয়া হবে কবুতর৷ বলি দিয়ে মহালক্ষ্মী পুজো রাজ আমল থেকেই হয়ে আসছে৷
রাজ পরিবারের মহালক্ষ্মী পুজোর পর অঞ্জলি দিতে ভিড় করেন সাধারণ মানুষ৷ বহু মানুষ ভোগ দিয়ে যান পুজোয়৷ এবারেও তার অন্যথা হবে না৷পুজোর প্রস্তুতি প্রায় শেষ৷ কিছু কাজ বাকি রয়েছে৷ সেগুলি আজ শনিবার দুপুরের মধ্যে হয়ে যাবে৷

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments