Thursday, May 2, 2024
Homeরাজ্যফের ছত্তিশগড়ে হামলা চালাল মাওবাদীরা,শহিদ ২ ITBP জওয়ান

ফের ছত্তিশগড়ে হামলা চালাল মাওবাদীরা,শহিদ ২ ITBP জওয়ান

নিউজ ডেস্ক:
ফের ছত্তিশগড়ে হামলা চালাল মাওবাদীরা। ভারতীয় বাহিনীর ITBP জওয়ানদের উপর হামলা চালানোর ঘটনা ঘটেছে। এই হামলায় ২ ITBP জওয়ান শহিদ হয়েছেন বলে খবর।

বাস্তার জেলার আইজি পি সুন্দররাজ জানিয়েছেন, হামলার পরেই ওই এলাকা থেকে পালিয়ে যায় ওই হামলাকারীরা। একটি AK-47, দু’টি বুলেটপ্রুফ জ্যাকেট ও একটি ওয়্য়ারলেস সেট নিয়ে পালিয়ে যায় হামলাকারীরা।

সংবাদ সংস্থার রিপোর্ট মোতাবেক, কেড়েমাটা ক্য়াম্পের কাছে ১২টা ১০ নাগাদ এই হামলার ঘটনা ঘটেছে। প্রাথমিক রিপোর্ট মোতাবেক জানা গিয়েছে, ITBP-এর ৪৫ নং ব্যাটেলিয়ানের একটি স্কোয়াড টহল দিচ্ছিল, সে সময়ই হামলা চালানো হয়। জওয়ানদের ওপর হামলার খবরের পরেই আরও নিরাপত্তা বাহিনীকে ঘটনাস্থলে পাঠানো হয়। তাঁরাই দু’জন আইটিবিপি সদস্যের দেহ নিয়ে ফেরে।

প্রসঙ্গত, নারায়ণপুর, রাজনন্দগাঁও এবং কোন্দাগাঁও – ছত্তিশগড়ের এই তিনটি জেলাতেই মাও দমনের জন্য আইটিবিপি সদস্য মোতায়েন করা হয়েছে। আধা সামরিক বাহিনীর আটটি ব্যাটালিয়ন ছত্তিশগড়ে মোতায়েন করা রয়েছে।

আরও খবর পড়ুন…..

আনুমানিক ৬৪ লক্ষ টাকার কাফ সিরাফ উদ্ধার দিনহাটায়,গ্রেফতার ৪ জন

নিজস্ব সংবাদদাতাঃ
গোপন সূত্রে খবর পেয়ে বিপুল পরিমাণ বেআইনি কাফ সিরাপ সহ ৪ জনকে গ্রেপ্তার করল দিনহাটা থানার পুলিশ।শুক্রবার বিকেলে দিনহাটা থানায় সাংবাদিক বৈঠক করে একথা জানান কোচবিহার জেলা পুলিশ সুপার সুমিত কুমার। তিনি জানিয়েছেন, গোপন সূত্রের খবরের ভিত্তিতে দিনহাটা থানায় পুলিশ অভিযান চালিয়ে প্রায় ১২৮০০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করেছে। যার আনুমানিক বাজার মূল্য ৬৪ লক্ষ টাকা ।পাশাপাশি চারজনকে গ্রেপ্তার করা হয়েছে ও একটি ট্রাক ও একটি ছোট গাড়ি আটক করা হয়েছে। এই বিপুল পরিমাণ কাফ সিরাপ কলকাতা থেকে গুয়াহাটি পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। তিনি আরো জানিয়েছেন, এই ঘটনার সাথে আরো কোন চক্র জড়িত রয়েছে কিনা স্থানীয়ভাবে সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। এদিকে পুলিশ সূত্রে জানা গেছে, দিনহাটা শহরের বোর্ডিং পাড়া মসজিদ সংলগ্ন এলাকা থেকে পুলিশ এই বিপুল পরিমান বেআইনি কাফ সিরাপ সহ দুটি গাড়ি কে আটক করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার হওয়া চারজনের মধ্যে দুজনের বাড়ি মধ্যপ্রদেশ এবং বাকি দুজনের বাড়ি দিনহাটার পেটলা এলাকায়। ধৃত দুজনের মধ্যে অরুণ কুমার ও লক্ষণ সিংয়ের বাড়ি মধ্যপ্রদেশে পাশাপাশি প্রেম জিৎ রায় ও মজিদুল হকের বাড়ি দিনহাটা পেটলা এলাকায়। কোচবিহার জেলা পুলিস সূত্রে জানা গেছে, জেলায় এই প্রথম এত বড় পরিমাণ কাফ সিরাপ উদ্ধার করা সম্ভব হল। এদিন সাংবাদিক বৈঠকে সেখানে জেলা পুলিশ সুপার ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার কুমার সানি রাজ, দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ত্রিদিব সরকার, দিনহাটা থানার আইসি সুরোজ থাপা সহ পুলিশের অন্যান্য আধিকারিকরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments