Tuesday, May 7, 2024
Homeকোচবিহারপ্রয়াত হলেন কোচবিহারের প্রাক্তন সাংসদ তথা বর্ষিয়ান আইনজীবী প্রসেনজিৎ বর্মন।।

প্রয়াত হলেন কোচবিহারের প্রাক্তন সাংসদ তথা বর্ষিয়ান আইনজীবী প্রসেনজিৎ বর্মন।।

নিজস্ব সংবাদদাতা:

গুরুতর অসুস্থ অবস্থায় কোচবিহার এম জে এন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের CCU-তে চিকিৎসাধীন থাকাকালীন শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রাক্তন সাংসদ(রাজ্যসভা) ও প্রাক্তন বিধায়ক প্রসেনজিৎ বর্মন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৯১ বছর। দীর্ঘদিন ধরেই তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। কিছুদিন আগেই তাকে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়। সেখানে চলছিল তার চিকিৎসা। সেখানে সুস্থ হয়ে ওঠার পর ফের কোচবিহারে নিয়ে আসা হয় তার বাড়িতে। কিন্তু হঠাৎই নতুন করে ফের অসুস্থ হওয়ায় তাকে তড়িঘড়ি কোচবিহার এম জে এন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই সিসিইউ বিভাগে চলছিল তার চিকিৎসা। চিকিৎসারত অবস্থায় বুধবার ভোর 6 টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তিনি একদিকে যেমন ছিলেন প্রাক্তন সাংসদ তেমনি প্রাক্তন বিধায়ক। পাশাপাশি রাজবংশী ভাষায় একাডেমীর প্রথম চেয়ারম্যান ছিলেন তিনি। কোচবিহার জেলার অন্যতম বর্ষিয়ান আইনজীবী হিসেবেও তার অবদান অতুলনীয়। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠালগ্ন থেকেই দলের অনুগত সৈনিক হিসেবে কাজ করে গিয়েছেন। তাকে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠার সময় কোচবিহার জেলা তৃনমূল এর চেয়ারম্যান করা হয়েছিল। তাঁর প্রয়াণে কোচবিহার জেলার বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব শোক প্রকাশ করেছেন। অনেকেই বলেন, কোচবিহার জেলার রাজনীতিতে এক অপূরণীয় ক্ষতি হয়ে গেল। আবার অনেকেই বলেন তারা অভিভাবকহীন হয়ে পড়লেন। পরিবারের পাশে থেকে সমবেদনা জানাতে জেলার উচ্চ স্থানীয় নেতৃত্ব উপস্থিত হন তার বাড়িতে। ছিলেন গিরীন্দ্রনাথ বর্মন সহ আরো অনেকে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments