Saturday, April 27, 2024
Homeকোচবিহারপশ্চিমবঙ্গের প্রথম দুয়ারে প্রধান-উপপ্রধান প্রকল্প শুরু হল কোচবিহারে

পশ্চিমবঙ্গের প্রথম দুয়ারে প্রধান-উপপ্রধান প্রকল্প শুরু হল কোচবিহারে

গোটা রাজ্য জুড়ে চলছে দুয়ারে সরকার প্রকল্প এরই মাঝে কোচবিহার ২ নম্বর ব্লকের গোপালপুর গ্রাম পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধান এর তত্ত্বাবধানে শুরু হল দুয়ারে প্রধান উপপ্রধান প্রকল্প। এই অভিনব প্রকল্প শুধু কোচবিহার কেন পশ্চিমবঙ্গে প্রথম বলে দাবি করছেন গোপালপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। প্রধান মাধবী রায় বর্মন এবং উপপ্রধান সুব্রত চাকদার একযোগে জানালেন, ২০২৪ লোকসভা নির্বাচনকে সামনে রেখে এই প্রকল্প গ্রহণ করা হয়েছে। মূলত যে সমস্ত গ্রাম পঞ্চায়েতগুলি তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হয়েছে অর্থাৎ যেখানে সামান্য কিছু ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেসকে হার স্বীকার করে দিতে হয়েছে সেই সমস্ত গ্রাম পঞ্চায়েত কে ২০২৪ লোকসভা নির্বাচনের আগে পুনরুদ্ধারের জন্য এলাকার মানুষের কাছে রওনা দিচ্ছেন তারা। এর মাধ্যমে যথেষ্ট সাড়া পাওয়া যাচ্ছে। আগামী একমাস এই প্রকল্পে গোপালপুর গ্রাম পঞ্চায়েতের প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় ছোট ছোট বৈঠক হবে। যার মাধ্যমে মানুষের মধ্যে যে ক্ষোভ বিক্ষোভ গুলো রয়েছে সেগুলো মিটিয়ে পুনরায় তাদেরকে দলে ফিরিয়ে আনার কাজ করা হবে। একই সাথে সুব্রত বাবু জানান, এই প্রকল্পের একমাস পূরণ হওয়ার পর আমরা বাড়ি বাড়ি, প্রধান এবং উপপ্রধান গিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলব এবং তাদের সুবিধা ও অসুবিধার কথা শুনবো। এই প্রকল্পের নাম থাকবে বাড়িতে প্রধান উপপ্রধান। এমন অনেক মানুষ রয়েছেন যারা দুয়ারে সরকারে গিয়ে তাদের প্রয়োজনীয় কাজ করাতে পারেন না, এই প্রকল্পের মাধ্যমে তাদের কাজ বাড়িতে বসেই করানো হবে। অনেক বৃদ্ধ মানুষ রয়েছেন যাদের পক্ষে দুয়ারে সরকার ক্যাম্পে যাওয়া সম্ভব নয়, মূলত তাদের জন্যই এই ব্যবস্থা গ্রহণ করতে চলেছে গোপালপুর গ্রাম পঞ্চায়েত। তিনি দাবি করে বলেন শুধু কোচবিহার নয়, পশ্চিমবঙ্গ এই ধরনের প্রকল্প আগে কখনো দেখেনি। আমরা আশা রাখছি আমাদের এই কর্মসূচি আগামী দিনে পশ্চিমবঙ্গের অন্যতম প্রকল্প হয়ে দাঁড়াবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments