Friday, April 26, 2024
Homeমালদাপরিবারের মঙ্গল কামনায় সূর্য পুজোয় মাতলেন মালদহের মহিলারা

পরিবারের মঙ্গল কামনায় সূর্য পুজোয় মাতলেন মালদহের মহিলারা

মালদা- পরিবারের মঙ্গল কামনায় সূর্য পুজোয় মাতলেন মালদহের মহিলারা। রবিবার দুপুরে মালদা শহরের দক্ষিণ কৃষ্ণপল্লী সিংপাড়া এলাকায় মাটির সূর্য ঠাকুর তৈরি করে পুজো দিলেন মহিলারা।এছাড়াও এই দিন মালদা শহরের বিভিন্ন প্রান্তে সূর্য পূজায় মেতে উঠলেন সকল মহিলারা।
প্রথা মেনে মাঘ মাসের প্রথম রবিবার সূর্য পূজা অনুষ্ঠিত হয়। মাটির সূর্য প্রতিমা তৈরি করা হয়ে থাকে। কলার গাছ সূর্য প্রতিমার মাথার সামনে রাখা হয়। ঘুমন্ত অবস্থায় থাকেন সূর্যদেব। মহিলারা পুজোর আগের দিন নিরামিষ ভজন করে এই পুজোয় মেতে ওঠেন। এদিন উপবাস থেকে এই পুজোয় মাপেন মহিলারা। পরিবারের মঙ্গল কামনার জন্যই এই পুজো করে থাকেন মহিলারাই। পুরোহিত দিয়ে এই পুজো পূজিত হয়। এ ছাড়াও ঢাক বাজিয়ে পুজো হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments