Wednesday, May 1, 2024
Homeকোচবিহারপঞ্চায়েত নির্বাচনে খবর সংগ্রহে আক্রান্ত সাংবাদিক, কোচবিহারে ধিক্কার মিছিল

পঞ্চায়েত নির্বাচনে খবর সংগ্রহে আক্রান্ত সাংবাদিক, কোচবিহারে ধিক্কার মিছিল

পঞ্চায়েত নির্বাচনের খবর সংগ্রহ করতে যাওয়ার সময় সাংবাদিকদের উপর আক্রমণের প্রতিবাদে ধিক্কার মিছিল করা হলো কোচবিহার সদর মহকুমা প্রেসক্লাবের পক্ষ থেকে ।

গতকাল ছাপ্পা ভোটের ছবি তুলতে গিয়ে আক্রান্ত জলপাইগুড়ি ও মালদা জেলার সাংবাদিকরা। ছাপ্পা ভোটের ছবি তুলতে গিয়ে আক্রান্ত একাধিক সাংবাদিকরা।

আন্দোলনের সবর কোচবিহার সদর মহকুমা প্রেসক্লাবের সদস্যরা। আজ কোচবিহার শহরে সাংবাদিকরা প্রতিবাদ সংঘটিত করে । কোচবিহার সাগরদিঘী স্কয়ার থেকে ধিক্কার মিছিল বের হয়ে সহর পরিক্রমা করে। জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের নাথুয়াহাটের ১৫/৪১ নং বুথের ঘটনা। আক্রান্ত হয়েছেন বিভিন্ন চ্যানেল ও পত্রিকার বেশ কয়েকজন সাংবাদিক। তাদের মধ্যে ৬ জন সাংবাদিক গুরুতর জখম । গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ এভাবে আক্রান্ত হওয়ার ঘটনায় নিন্দার ঝড় সর্বত্র। প্রায় ৪০- ৫০জন দুষ্কৃতীরা সাংবাদিকদের উপর চড়াও হয়।
গতকাল সকলকে উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
৬ জন গুরুতর জখম হওয়ায় ধূপগুড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর জখম সাংবাদিকদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

অন্যদিকে গতকাল মালদার চাঁচলে খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত সংবাদ মাধ্যমের কর্মীরা।
চাঁচল গ্রাম পঞ্চায়েতের সাঞ্জীব বুথের ঘটনা।

আজ তারই প্রতিবাদে আন্দোলন সংঘটিত হয় কোচবিহার শহরে কোচবিহার সদর মহকুমা প্রেসক্লাবের পক্ষ থেকে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments