Wednesday, April 24, 2024
Homeদক্ষিণ দিনাজপুরইসলামপুরে বিধ্বংসী আগুনে পুড়ে ছায় প্রায় ২০০ কুইন্টাল ধান

ইসলামপুরে বিধ্বংসী আগুনে পুড়ে ছায় প্রায় ২০০ কুইন্টাল ধান

দক্ষিণ দিনাজপুর:

বিধ্বংসী আগুনে পুড়ে ছায় প্রায় ২০০ কুইন্টাল ধান।
এই ঘটনায় কান্নায় ভেঙে পড়েন কৃষক পরিবারের সদস্যরা। স্হানীয় সূত্রে জানা গেছে জমি থেকে ধান কেটে বাড়ির কাছে এনে মজুদ করে পাঁচ কৃষক পরিবার। আজ দুপুরে আচমকা সেই মজুদ করা ধানে আগুন লেগে যায়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে এলাকায়। প্রথমে পরিবারের সদস্যরা ও স্হানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজে হাত লাগিয়ে দেন। মুহুর্তের মধ্যে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সমস্ত মজুদ করা ধান পুরে ছায় হয়ে যায়। খবর দেওয়া হয় ইসলামপুর থানার পুলিশ ও দমকল বাহিনী কে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন ও ইসলামপুর থানার পুলিশ। দমকল বাহিনী ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে সব শেষ হয়ে যায়। এই ঘটনায় কান্নায় ভেঙে পড়েন কৃষক পরিবারে সদস্যরা। এক কৃষক জানিয়েছেন জমি থেকে ধান কেটে বাড়ি কাছে এনে মজুদ করে রাখা হয়েছিল। পাঁচ থেকে ছয়টি কৃষক পরিবারে ধান মজুদ রাখা ছিল। আচমকা আগুন লেগে যাওয়ায় সমস্ত ধান পুরে ছায় হয়েগেছে। এতে প্রায় কয়েক লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে কৃষকরা জানিয়েছেন। তবে কিভাবে আগুন লাগলো সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি । ঘটনার তদন্তে শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments