Saturday, May 4, 2024
Homeস্বাস্থ্যনা জেনে ভুল করছেন না তো? জেনে নিন কখন কোন ব্রা পরা...

না জেনে ভুল করছেন না তো? জেনে নিন কখন কোন ব্রা পরা উচিত

শুনতে অদ্ভুত লাগলেও এটা একেবারে সত্যি যে মেশিরভাগ মহিলারাই ব্রা-য়ের সমস্ত রকম ভাগ সম্বন্ধে অবহিত নন ৷ তাঁরা এটাও জানেন না, কোন সময় কোন ব্রা পরা উচিত ৷ এমনকী কোন ব্রায়ের কী নাম, সেগুলির ব্যবহারও অনেকেই জানেন না ৷ চলুন দেখা নেওয়া যাক, ব্রায়ের প্রকারভেদ।

ALL BALANKET INFORMATION HERE

Push Up Bra: স্তন ঝুলে গেলে এই ধরনের ব্রা ব্যবহার করতে হয় ৷ এতে বুকের শেপ সুন্দর দেখায় ৷ এই ব্রায়ের নীচের দিকে হালকা প্যাড ব্যবহার করা হয় ৷ যাতে স্তন খানিকটা উঁচু দেখায়

Padded Bra: স্তনের আকার ছোট হলে প্যাডেড ব্রা ব্যবহার করা উচিত ৷ এতে সাইজ ও শেপ সুন্দর দেখায় ৷ পাশাপাশি এই ধরনের ব্রা পরলে নিপলস দেখা যাওয়া নিয়ে সমস্যায় পরতে হয় না ৷

T-shirt Bra: এটিও প্যাডেড হয় ৷ পাশাপাশি টি-শার্ট ব্রা সব সময় সেমলেস হবে ৷ বডি-হাগিং টি-শার্ট পরলেও যাতে কোনও ব্রা-লাইন দেখা না যায় ৷

Convertible Bra: এই ব্রা ভীষণ স্টাইলিস ৷ ব্যাক ওপেন কোনও ড্রেসের সঙ্গে দুর্দান্ত লাগবে ৷ একটা স্ট্র্যাপ, দু’টো স্ট্র্যাপ, স্ট্র্যাপলেস বা ক্রস ব্যাক হতে পারে ৷

Strapless Bra: অফ-শোল্ডার বা ডিপ নেকলাইনের কোনও পোশাক পরলে তার সঙ্গে অবশ্যই পরতে হবে স্ট্র্যাপলেস ব্রা ৷

Balconette Bra: আপনার অন্তর্বাসের ওয়ার্ডবুকে একটু হটকে এবং সেক্সি লুক দিতে হলে অবশ্যই কালেকশনে রাখতে হবে এই ব্রা ৷ প্রায় চৌকো নেকলাইনের হয় এই ধরনের ব্রা ৷ যা দেখতে অনেকটা ব্যালকনির মতো ৷ তাই এই অন্তর্বাসের এমন নাম ৷

Bandeau Bra: টিউব টপ আর স্ট্র্যাপলেস ব্রায়ের মাঝামাঝি হল এই ব্রা ৷ এই ধরনের ব্রা মাথা দিয়ে গলিয়ে পরতে হয় ৷ কোনও স্ট্র্যাপ বা কাপস থাকে না এই ব্রায়ে ৷

Bralette: ওয়্যার ফ্রি, প্যাড ফ্রি হয় এই ধরনের ব্রা ৷

Sports Bra: খেলাধূলার সময় স্তনকে অতিরিক্ত সাপোর্ট দেওয়ার মতো করে তৈরি এই ব্রা ৷ মোটা স্ট্র্যাপ ও আঁটোসাঁটো হয় এই ধরনের ব্রা ৷

ALL BALANKET INFORMATION HERE

Plunge Bra: সেক্সি ক্লিভেজ দেখানোর জন্য এটিই সেরা ব্রা ৷

Stick-On Bra: ব্যাকলেস এবং অফ-শোল্ডার পোশাকের জন্য এই ব্রা একেবারে আদর্শ ৷

Mastectomy Bra: যাঁরা ম্যাসাকটমি করিয়েছেন তাঁদের জন্যই বিশেষভাবে তৈরি করা হয়েছে এই ব্রা ৷ সিলিকন ব্রেস্ট যুক্ত করা রয়েছে এই ধরনের অন্তর্বাসের সঙ্গে ৷

Maternity Bra: যে সদ্য মায়েরা সন্তানকে স্তন্যদান করে থাকেন তাঁদের জন্য এই ব্রা পারফেক্ট ৷

Minimizer Bra: যাঁদের স্তনের সাইজ স্বাভাবিকের তুলনায় একটু বেশি বড় তাঁদের জন্য এই ব্রা আদর্শ ৷

No Sag Bra: যদি স্তন ঝুলে গিয়ে থাকে তাহলে অবশ্যই আপনার এই ধরনের ব্রা ব্যবহার করা উচিত ৷

Cami Bra: ক্যামিসোলের মতো খানিকটা ঢাকা থাকে এই ধরনের ব্রায়ে ৷

Longline Bra: নীচের দিকে অনেকটা বেশি কভারেজ দেয় এই ব্রা ৷

Cage Bra: প্যাডেড ও মাল্টি স্ট্র্যাপ থাকে এই ব্রায়ে ৷ ব্যাক ও নেকলাইনের সেক্সি ও ডিজাইনার লুক পেতে এই ব্রা একেবারে পারফেক্ট ৷

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments