Thursday, April 25, 2024
Homeআলিপুরদুয়ারঅতি প্রাচীন এবং ঐতিহ্যবাহী আলিপুরদুয়ার দুর্গাবাড়ির পূজা এবার ১২৫ তম বর্ষে

অতি প্রাচীন এবং ঐতিহ্যবাহী আলিপুরদুয়ার দুর্গাবাড়ির পূজা এবার ১২৫ তম বর্ষে

মিল্টন সরকারঃ

অতি প্রাচীন এবং ঐতিহ্যবাহী আলিপুরদুয়ার দুর্গাবাড়ি পূজা এবার ১২৫ তম বর্ষে পদার্পণ করতে চলেছে। করোনা আবহের জন্য ধীর গতি পুজোর প্রস্তুতি শুরু হয়েছে। তবে প্রতি বছরই এই পূজাকে ঘিরে আলিপুরদুয়ার শহর এবং বিভিন্ন প্রান্তের মানুষের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা থাকে তুঙ্গে। অতি প্রাচীন এই পূজা অত্যন্ত নিষ্ঠাভরে পুরাতনী নিয়ম মেনে সম্পন্ন হয়। সপ্তমী থেকে নবমী পর্যন্ত ভোগের প্রসাদ বিতরণ হয়। অষ্টমীর দিন অগনিত ভক্তবৃন্দের সমাগম হয় দুর্গাবাড়ি মন্দির চত্তরে। তবে করণা আবহে গত বছর ভিন্ন বিধিনিষেধের মধ্যে পুজো হয়েছিল। এবছর ১২৫ তম বর্ষেও একইভাবে করোনা বিধিকে মাথায় রেখে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে পূজা সম্পন্ন হবে বলে জানান কমিটির সদস্যরা। মন্দির প্রাঙ্গনে কোন প্রকার জমায়েত এবং আড্ডা করা যাবে না। গত বছরের মতো এবারও দূর থেকেই অঞ্জলি দিতে হবে। মন্দিরে প্রবেশের অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে দর্শনার্থীদের।

দুর্গাবাড়ি কমিটির সভাপতি পরিতোষ ঘোষ জানান, গতবারের মতো এবারও তারা স্বাস্থ্যবিধি মেনে পুজোর আয়োজন করতে চলেছেন। সকলের স্বার্থে সাবধানতা বজায় রেখে তারা পুজো করবেন। পাশাপাশি সকল দর্শনার্থীদের মাস্ক পরে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিমা দর্শন এর অনুরোধ জানাচ্ছেন তারা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments