Sunday, April 28, 2024
HomeBreaking newsদিল্লি এসছি নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করব: মুকুল রায়

দিল্লি এসছি নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করব: মুকুল রায়

হঠাৎ করে উধাও হয়ে যাওয়া তারপর মুকুল রায়ের দিল্লি যাত্রা ঘিরে তোলপাড় হয় রাজ্য রাজনীতি। তাহলে কি পুনরায় বিজেপিতে যোগ দিতে চলেছে মুকুল রায় সেই প্রশ্নই দানা বাঁধছিল। এর মাঝেই মুকুল রায়ের একটি সাক্ষাৎকারে চমক। তিনি বিজেপিতেই আছেন বিজেপির হয়ে কাজ করতে চান এমন মন্তব্য ঘিরে ফের তোলপাড় রাজ্য রাজনীতি।

মুকুল রায় উধাও হয়ে যাওয়ার পর থানায় এফআইআর দায়ের করেছিল তার পুত্র শুভ্রাংশু রায়। পরবর্তীতে শুভ্রাংশুর চাঞ্চল্যকর মন্তব্যকে ঘিরে আরো প্রশ্ন উঠতে শুরু করে। তিনি বলেছিলেন বাবা সুস্থ নয় কেউ বা কারা তাকে নিয়ে গেছে বিজেপিতে যোগদান করাতে পারে। পরবর্তীতে দেখা যায় দিল্লি বিমানবন্দরে মুকুল রায়।

তাহলে কি সত্যি মুকুল বিজেপিতে? যাচ্ছেন

একটি টিভি চ্যানেলকে একান্ত সাক্ষাৎকার মুকুল রায় বলেন,”আমি স্বেচ্ছায় দিল্লিতে এসেছি। আমি একটা পূর্ণ সাবালক লোক। আমি এখন পূর্ণ সুস্থ আগামী দিনে আরো সুস্থ হয়ে যাব। দিল্লিতে বিভিন্ন লোকের সঙ্গে কথাবার্তা বলেছি বিভিন্ন রাজনৈতিক লোকেদের সঙ্গে কথা বললাম। অমিত শাহ, জে পি নাড্ডার সঙ্গে ফোনে কথা হয়েছে, আমি মনে করি এদের হাতেই সার্বিকভাবে বিজেপি নিশ্চিত এবং সুরক্ষিত। পঞ্চায়েত নির্বাচনে সার্বিক ফাইট হবে এবং ২৪ শে বিজেপি সার্বিকভাবে ভালো ফল করবে।”

তিনি আরো বলেন, “এতদূর কাছাকাছি এসেছি নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা হলে ভালো হবে, দেখা করতে পারলে তো খুব ভালো হয়। কৈলাস জিকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা জানালাম। সবাইকে বললাম আসুন সবাই মিলে করলে ভালো করতে পারবে বিজেপি”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments