Monday, April 29, 2024
Homeদিনহাটাদিনহাটার পূর্ব-সাহেবগঞ্জ এলাকায় সীমান্ত পেরোতে গিয়ে আটক এক বাংলাদেশী মহিলা

দিনহাটার পূর্ব-সাহেবগঞ্জ এলাকায় সীমান্ত পেরোতে গিয়ে আটক এক বাংলাদেশী মহিলা

পূর্ব সাহেবগঞ্জ এলাকায় এক বাংলাদেশী মহিলাকে আটক করে সাহেবগঞ্জ থানার হাতে তুলে দিল বিএসএফ

রবিবার সকালে নাগাদ দিনহাটা দুই নং ব্লকের পূর্বসাহেবগঞ্জ সীমান্ত এলাকায় বাংলাদেশে প্রবেশের সময় বিএসএফের নজরে আসে এক মহিলা। সেই সময় ১২৯ ব্যাটেলিয়ান বিএসএফের কর্তব্যরত জওয়ান ওই মহিলাকে আটক করে। জানা গেছে ওই মহিলার নাম শরিফা বিবি,বয়স ৩৫ বছর। তার বাড়ি বাংলাদেশের কুড়িগ্রাম জেলায়। জানাযায় বহুদিন আগে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে, হরিয়ানায় কাজ করতেন ওই মহিলা। এদিন পূর্ব সাহেবগঞ্জ এলাকায় সীমান্তে বিএসএফের কাছে আটক হন তিনি। এরপর ওই মহিলাকে বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে মেডিকেল করিয়ে সাহেবগঞ্জ থানাতে তুলে দেওয়া হয় এমনটাই জানা গেছে। আগামীকাল ঐ বাংলাদেশী মহিলাকে দিনহাটা মহাকুম আদালতে পেশ করা হবে বলে সাহেবগঞ্জ থানার পুলিশ সূত্রে জানা গেছে।

উল্লেখ্য সীমান্ত এলাকাগুলিতে প্রায়ই বিএসএফের করা নজরদারিতে ধরা পড়ছে বাংলাদেশী। মাঝেমধ্যেই বাংলাদেশ পাচারের সময় বাজারকারী সহ বিভিন্ন পাচার সামগ্রী ও বাজেয়াপ্ত করা হচ্ছে। চোরাচালার বিরুদ্ধে তৎপর বিএসএফ। তারই প্রমাণ মিলল রবিবার সকালে। বিএসএফ নজর এড়াতে গিয়েও কোন লাভ হলো না অবশেষে ধরা পড়তে হল বাংলাদেশি মহিলাকে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments