Saturday, April 27, 2024
Homeআলিপুরদুয়ারতৃণমূল নেতা লুইস কুজুরের মানবিকতার ছবি ফুটে উঠল মহাষ্টমী সন্ধ্যায়।

তৃণমূল নেতা লুইস কুজুরের মানবিকতার ছবি ফুটে উঠল মহাষ্টমী সন্ধ্যায়।

হিতৌষী দেবনাথঃ
আলিপুরদুয়ার 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি লুইস কুজুরের মানবিকতার ছবি ফুটে উঠল মহাষ্টমী সন্ধ্যায়। এদিন সন্ধ্যায় আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকের বিভিন্ন পুজো গুলির পরিদর্শনে যান আলিপুরদুয়ার দু’নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি লুইস কুজুর। এদিন সন্ধ্যা থেকেই তিনি বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে পৌঁছান। এদিন সন্ধ্যে সাতটা নাগাদ আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকের শামুকতলা রোড এলাকার রামকৃষ্ণ সংঘের পূজোর পরিদর্শনে পৌঁছান ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি। সেই সময় পুজো মণ্ডপের সম্মুখে একজন আদিবাসী শিশুকে ছেড়া জামা কাপড় পরা অবস্থায় দেখতে পারেন আলিপুরদুয়ার 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি। সঙ্গে সঙ্গে লুইস বাবু দোকান থেকে নতুন জামা কাপড় এনে সেই শিশুটিকে পরিয়ে দেন। স্বাভাবিকভাবেই লুইস কুজুরের মানুষের মানবিক এই কাজের অত্যন্ত প্রশংসা জানিয়েছেন শামুকতলা রোড সহ বিভিন্ন এলাকার বাসিন্দারা। সেইসঙ্গে এদিন লুইস বাবু দুর্ঘটনা রুখতে মাইকযোগে প্রচার চালান বিভিন্ন পুজো মণ্ডপ গুলির সম্মুখে। প্রসঙ্গত কুমারগ্রাম বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের টিকিটে লড়েছিলেন লুইস কুজুর। যদিও নির্বাচনে তিনি হেরে যান। হেরে যাওয়ার পরও তিনি দলের বিভিন্ন কাজে প্রতিনিয়ত কুমারগ্রাম বিধানসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্তে ঘুরে বেরিয়েছেন। মানুষের সেবায় করোনা পরিস্থিতিতে রান্না করা খাবার বিতরণের পাশাপাশি তুলে দিয়েছেন চাল-ডালসহ বিভিন্ন খাদ্য সামগ্রী। কিছুদিন আগেই রাজ্য তৃণমূল কংগ্রেস নেতৃত্বের ঘোষণা অনুযায়ী আলিপুরদুয়ার দু’নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি হিসেবে দায়িত্বভার নিয়েছেন লুইস কুজুর। ব্লক সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পরই ব্লকের বিভিন্ন প্রান্তে দলের কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন লুইস বাবু। দুর্গা পুজোতেও তার ব্যাতিক্রম হয়নি। কুমারগ্রাম চা বাগানের নিজ বাড়ি ছেড়ে তিনি পুজোর দিন গুলো আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকেই কাটাচ্ছেন। সেইসঙ্গে প্রতিদিন করে চলেছেন দলের পাশাপাশি সাধারণ মানুষের সেবায় কাজ। এদিন সেই মোতাবেক শামুকতলা রোড এলাকায় অসহায় শিশুর পাশে দাঁড়িয়ে ফের নজির গড়লেন ব্লক তৃণমূল সভাপতি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments