Thursday, May 2, 2024
HomeBreaking newsডিজে বাজিয়ে জল্পেশ যাত্রা,দুর্ঘটনার পরেই কঠোর হল পুলিশ

ডিজে বাজিয়ে জল্পেশ যাত্রা,
দুর্ঘটনার পরেই কঠোর হল পুলিশ

ময়নাগুড়ি, ১ আগস্ট : জল্পেশ শ্রাবণী মেলায় পুর্ন্যার্থিরা নিষেধাজ্ঞা উড়িয়ে ডিজে বাজিয়ে জীবনের ঝুঁকি নিয়ে মন্দিরে আসছেন। সরকারিভাবে নিষেধাজ্ঞা জারি থাকলে তাকে কার্যত বুড়ো আঙ্গুল দেখিয়ে চলছিল শ্রাবণ মেলায় এই উন্মাদনা। উল্লেখ্য গত রবিবার কোচবিহার জেলা থেকে আসা পূর্ন্যর্থিরা দুর্ঘটনার কবলে পড়েন। যার জেরে মৃত্যু হয় ১০ জন পূর্ন্যার্থীর। আহত বেশ কয়েকজন। এরপরই কড়া হলো জেলা পুলিশ প্রশাসন। সোমবার আহত পূর্ন্যার্থীদের দেখতে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে যান জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত। এরপরই ডিজে বাজিয়ে শ্রাবণী মেলায় আসা প্রসঙ্গে তিনি কড়া ভাবে নিষেধাজ্ঞা জারি করেন। জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন,”শ্রাবণ মাসের আরও দুই সপ্তাহ বাকি। সেই কারণে প্রত্যেক থানা ও ট্রাফিক কে নির্দেশ দেওয়া হয়েছে ডিজে গান বন্ধ করে দেওয়ার জন্য।” আর এই নির্দেশের পরেই সোমবার ময়নাগুড়ি ইন্দিরা মোড় এলাকায় জল্পেশ মন্দির থেকে ফিরে আসা ডিজে গান বাজিয়ে গাড়িগুলিকে আটক করে পুলিশ। এমনকি তাদের ডিজে সিস্টেমের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এমনকি এদিন রাস্তায় বেশ কিছু গাড়িতে ঝুঁকিপূর্ণ যাতায়াত দেখা যায়। ঝুঁকিপূর্ণ যাতায়াত প্রসঙ্গে এক পুর্ন্যর্থী বলেন,"বাবার কাছে এসেছি আশীর্বাদ আছে। কিছু হবে না।"

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments