Thursday, May 2, 2024
HomeBreaking newsটেট পাস না করেই চাকরি অনুব্রতর মেয়ের, স্কুলে যেতেন না বাড়িতেই আসত...

টেট পাস না করেই চাকরি অনুব্রতর মেয়ের, স্কুলে যেতেন না বাড়িতেই আসত হাজিরার রেজিস্টার

পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর মেয়ের চাকরি নিয়ে ইতিমধ্যে কেলেঙ্কারি সামনে এসেছে। এবার অনুব্রত মন্ডলের মেয়ের চাকরি পাওয়া নিয়েও প্রশ্ন উঠতে শুরু করল। ইতিমধ্যে একটি কাগজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে লেখা রয়েছে ২০১৪ টেটে উত্তীর্ণ হননি অনুব্রত মণ্ডল কন্যা সুকন্যা মন্ডল। সেখানে লেখা রয়েছে অনুব্রত মণ্ডল কন্যা সুকন্যা মণ্ডল টেট পাস করেননি। এমনকি তিনি নন ট্রেইন্ড। তবুও বোলপুরের কালিকাপুর প্রাইমারি স্কুলে শিক্ষকতা করছেন। তবে আশ্চর্যের বিষয় এটাই যে স্কুলে হাজিরার বদলে বাড়িতেই আসত হাজিরার রেজিস্টার? আগামীকাল দুপুর ৩টের মধ্যে টেট সার্টিফিকেট নিয়ে হাজিরার নির্দেশ

বোলপুরের কালিকাপুরে প্রাথমিক বিদ্যালয়ে চাকরি পেয়েছেন সুকন্যা। হাইকোর্টে অভিযোগ মামলাকারীর আইনজীবী ফিরদৌস শামিমের। কালকের মধ্যে স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষিকাকে রেজিস্টার নিয়ে হাজিরার নির্দেশ। তবে শুধু সুকন্যাই নয়, চাকরি পেয়েছেন অনুব্রতর আরও ৫ আত্মীয়। চাকরি পেয়েছেন অনুব্রতর ভাই, ভাইপো, আপ্ত সহায়ক ছাড়াও ২ ঘনিষ্ঠ। টেট পাস না করেই স্কুলের চাকরি পাওয়ার অভিযোগে মামলা  আগামীকাল দুপুর ৩টার মধ্যে ৬জনকে টেট সার্টিফিকেট নিয়ে হাজিরার নির্দেশ। হাজিরা না দিলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি কলকাতা হাইকোর্টের।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments