Friday, April 19, 2024
Homeমালদামালদায় মাত্রাতিক্ত কুকুরের সংখ্যা বৃদ্ধি, সমস্যায় শহরবাসী

মালদায় মাত্রাতিক্ত কুকুরের সংখ্যা বৃদ্ধি, সমস্যায় শহরবাসী

মালদা- ক্রমশ বাড়ছে পথ কুকুরের সংখ্যা। মালদা শহর জুড়ে পথ কুকুরের আতঙ্ক ছড়াচ্ছ সাধারণ মানুষের মধ্যে। মাত্রারিক্ত কুকুর বৃদ্ধি পাওয়ায় শহরবাসী ও বিভিন্ন সমস্যায় পড়ছেন। কুকুরের কামুরে অনেকেই জলাতঙ্ক রোগে আক্রান্ত হচ্ছে। মালদা শহরে কুকুর সম্পর্কে সচেতন করতে ও কুকুরের জন্মনিয়ন্ত্রণ করতে পথ ও কুকুরের বন্ধুত্বকরণ শিবির অনুষ্ঠিত হলো মালদাহ প্রাণী সম্পদ বিকাশ দফতরের ভেটেরিনারি পলি ক্লিনিকে। মালদা প্রাণিসম্পদ বিকাশ দপ্তর ইংরেজবাজার পৌরসভার যৌথ উদ্যোগে এই কর্মসূচি। পাঁচ দিনব্যাপী চলবে। প্রতিদিন গড়ে ৪০ টি করে মহিলা কুকুরের বন্ধ্যাত্বকরণ করা হবে। মহিলা কুকুরের বন্ধ্যাত্বকরণ করার পাশাপাশি পুরুষ কুকুরদের জলাতঙ্ক রোগের টিকা দেওয়া হচ্ছে। জলাতঙ্ক রোগের টিকা দেওয়ার ফলে কুকুর কামড়ালে সাধারণ মানুষ জলাতঙ্কের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম থাকবে। তিন মাস বয়সের ঊর্ধ্বে সমস্ত কুকুরকে জলাতঙ্ক রোগের টিকা করন করা হচ্ছে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments