Saturday, April 27, 2024
Homeরাজ্যজেলে বসে রামকৃষ্ণ কথামৃত পড়বেন পার্থ চ্যাটার্জী, চাইলেন বই

জেলে বসে রামকৃষ্ণ কথামৃত পড়বেন পার্থ চ্যাটার্জী, চাইলেন বই

জেলে বসে রামকৃষ্ণ কথামৃত পড়বেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সঙ্গে পড়বেন মহাশ্বেতা দেবী অমনিবাসও। সোমবার বিকেলে পার্থর সঙ্গে দেখা করতে আসেন তাঁর আইনজীবী সুকন্যা ভট্টাচার্য। তিনি জানান, পার্থ চট্টোপাধ্যায়  মামলা এবং রিমান্ডের কাগজ-সহ বেশ কিছু নথি চেয়েছিলেন। একইসঙ্গে চেয়েছিলেন রামকৃষ্ণ কথামৃত ও মহাশ্বেতা দেবী অমনিবাস। সেগুলোই তিনি নিয়ে এসেছিলেন সোমবার। আইনজীবীকে পার্থ জানান, তিনি এখনও মনে প্রাণে দলের সঙ্গে রয়েছেন। দলের প্রতি তাঁর পূর্ণ আস্থা  রয়েছে।

SSC নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। আপাতত ব্যাঙ্কশাল আদালতের নির্দেশে তাঁকে রাখা হয়েছে প্রেসিডেন্সি সংশোধনাগারে। পার্থবাবুর আইনজীবী জানান, অবসর সময় কাটানোর জন্য রামকৃষ্ণ কথামৃত ও মহাশ্বেতা দেবী অমনিবাস বই দুটি পড়তে চেয়েছেন তিনি। এছাড়াও প্রাক্তন তৃণমূল নেতা নিজের মামলা নিজে স্টাডি করতে কাগজপত্র  চেয়েছিলেন সেগুলিই পৌঁছে দেন সুকন্যা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments