Wednesday, May 8, 2024
Homeময়নাগুড়িজামাইষষ্ঠীর বাজারে কাঁচা ইলিশের চাহিদা থাকলেও বাজারে মিলছে স্টোরের ইলিশ

জামাইষষ্ঠীর বাজারে কাঁচা ইলিশের চাহিদা থাকলেও বাজারে মিলছে স্টোরের ইলিশ

রাত পেরোলেই জামাই ষষ্ঠী। প্রায় দুই বছর করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ লকডাউন এবং যার জেরে প্রায় সমস্ত রীতি-রেওয়াজ বন্ধের মুখে পড়ে যায়। সমস্যায় পড়েন বিভিন্ন ব্যবসায়ীরা। তবে এ বছর পরিস্থিতি স্বাভাবিক হয় ভালো ব্যবসা হওয়ার আশা করছেন ব্যবসায়ীরা। এই বছর জামাইষষ্ঠীতে ইলিশ মাছের চাহিদা থাকলেও বাজারে পাওয়া যাচ্ছে স্টোরের ইলিশ। যার বাজার দর আকাশ ছোঁয়া। ময়নাগুড়ির মাছ বাজারে বাংলাদেশের কাঁচা ইলিশের চাহিদা রয়েছে তুঙ্গে। কিন্তু চাহিদা থাকলেও বাজারে পাওয়া যাচ্ছে স্টোরে জমা করা বাংলাদেশে ইলিশ। ফলে অনেকেই নিরাশায় কাঁচা ইলিশ ছাড়াই ফিরতে হচ্ছে বাড়িতে। ময়নাগুড়ির মাছ ব্যবসায়ীদের থেকে জানা যায়, জামাইষষ্ঠীর বাজার উপলক্ষে বাংলাদেশি কাঁচা ইলিশ, আইড় মাছ সহ বিভিন্ন মাছের চাহিদা রয়েছে। সেই অনুপাতে মাছের দাম প্রায় আকাশ ছোঁয়া। ময়নাগুড়ি পুরাতন বাজারের এক মাছ ব্যবসায়ী উত্তম কুমার দাস বলেন,”এবার আমরা অনেকটাই আশাবাদী। বাজারে কাঁচা ইলিশের চাহিদা থাকলেও বাজারে পাওয়া যাচ্ছে বাংলাদেশি স্টোরের ইলিশ মাছ। এমনি চাহিদা বাংলাদেশি ইংলিশ সহ আইর মাছ এর চাহিদা রয়েছে বাজারে।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments