Thursday, May 2, 2024
Homeদিনহাটাচৌধুরীহাট রামকৃষ্ণ আশ্রমে বিবেকানন্দের পূর্ন অবয়ব মূর্তি উন্মোচন, সন্ধ্যাকালীন অনুষ্ঠানে অদিতি মুন্সি

চৌধুরীহাট রামকৃষ্ণ আশ্রমে বিবেকানন্দের পূর্ন অবয়ব মূর্তি উন্মোচন, সন্ধ্যাকালীন অনুষ্ঠানে অদিতি মুন্সি

নিজস্ব সংবাদদাতা:

বিবেকানন্দের 160 তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে দিনহাটা 2 নং ব্লক এর চৌধুরীহাট রামকৃষ্ণ আশ্রম বিবেকানন্দের পূর্ণ অবয়ব মূর্তির উন্মচন হবে আগামী মঙ্গলবার 22 শে ফেব্রুয়ারি সকাল 11 টায়। এদিন সেখানে উপস্থিত থাকবেন কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান। এমনটাই জানালেন চৌধুরীহাট রামকৃষ্ণ আশ্রমের মহারাজ স্বামী সেবানন্দ। জানা গেছে ঐদিন সন্ধ্যাকালীন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কলকাতার বিশিষ্ট সংগীত শিল্পী অদিতি মুন্সি। ঐদিন মূর্তি উন্মোচনে জেলাশাসক ছাড়াও উপস্থিত থাকবেন কোচবিহার রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ স্বামী বিজ্ঞেয়ানন্দ মহারাজ, দিনহাটার বিধায়ক উদয়ন গুহ, দিনহাটার মহকুমা শাসক হিমাদ্রি সরকার, দিনহাটা 2 নং ব্লক তৃণমূল সমাজসেবী বিষ্ণু কুমার সরকার, কোচবিহারের বিশিষ্ট চিকিৎসক সুভাষ সাহা এবং আরো অনেকে।

ছবি: সংগৃহিত

চৌধুরীহাট রামকৃষ্ণ আশ্রমের মহারাজ বলেন, স্বামী বিবেকানন্দের 160 তম জন্মজয়ন্তী উপলক্ষে পূর্ন অবয়ব মূর্তি উন্মোচন হচ্ছে। ইতিমধ্যেই সব কাজ প্রায় শেষ হয়ে গেছে। মূর্তি উন্মোচন এর পাশাপাশি রামকৃষ্ণ আশ্রম কে নতুন করে সাজিয়ে তোলা হয়েছে। তিনি বলেন, কলকাতার বিশিষ্ট সংগীত শিল্পী অদিতি মুন্সি সন্ধ্যাকালীন অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন, সেই অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করি। কোচবিহার জেলার সীমান্তবর্তী এই আশ্রমে দূরদূরান্ত থেকে লোকজন আসেন। এই বিবেকানন্দের মূর্তি উন্মোচন একটি বিশেষ দিন হিসেবে স্মরণীয় হয়ে থাকবে এবং মানুষের কাছে রামকৃষ্ণ আশ্রম আরো আকর্ষণীয় হয়ে উঠবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments