Thursday, April 18, 2024
Homeদিনহাটাপুলিশ কেন নীরব? অজয় রায়ের সাথে পুলিশের কি সম্পর্ক প্রশ্ন তুললেন উদয়ন...

পুলিশ কেন নীরব? অজয় রায়ের সাথে পুলিশের কি সম্পর্ক প্রশ্ন তুললেন উদয়ন গুহ

নিউজ ডেস্ক:
দিনহাটায় গুলি কাণ্ডে পুলিশের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। রবিবার সকালে দিনহাটা শহরে বাবুপাড়া সংলগ্ন এলাকায় নিজের বাড়িতে প্রতিক্রিয়া দিতে গিয়ে দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ পুলিশের নীরবতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, এফআইআর হয়েছে পুলিশ নাকি তদন্ত করছে। কিন্তু আশ্চর্যজনক ভাবে দেখা যাচ্ছে তৃণমূল নেতা-কর্মীদের নামে যদি কোথাও অভিযোগ দায়ের করা হয় তাহলে সাথে সাথে পুলিশ যতটা সক্রিয় হয় এখানে কিন্তু দেখা যাচ্ছে পুলিশের এক অদ্ভুত নীরবতা। এর আগেও দেখা গিয়েছে গত বছর যখন আমার উপর হামলা হয় তখন পুলিশ মূল অভিযুক্ত অজয় রায় কে গ্রেফতার করতে পারলো না। শুধু তাই নয় এই ঘটনার সাথে অন্যান্য তিন অভিযুক্ত দিনহাটায় ঘুরে বেড়ালেও পুলিশকে জানানোর পরেও পুলিশ কোনরকম পদক্ষেপ নেয়নি বলে তিনি অভিযোগ করেন। পুলিশ ও অজয় রায়ের কি এক অদ্ভুত সম্পর্ক তা এখনো বুঝে উঠতে পারলাম না। পাশাপাশি দিনহাটা গুলি কাণ্ডে প্রতিবাদে কোচবিহার জেলা জুড়ে তৃণমূল কংগ্রেস ধিক্কার মিছিল পালন করলেন। মাথাভাঙ্গা তুফানগঞ্জ দিনহাটা মেখলিগঞ্জ মহাকুমা তে এদিন ধিক্কার মিছিল হয়। মাথাভাঙ্গা এবং তুফানগঞ্জ এর মিছিল নেতৃত্ব দেন জেলা সভাপতি গিরীন্দ্রনাথ বর্মন। দিনহাটার ধিক্কার মিছিল এ পা মেলান উদয়ন গুহ। মেখলিগঞ্জে ধিক্কার মিছিল এই সামিল হন রাজেশ শিক্ষাপ্রতিমন্ত্রী বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী। এছাড়াও ছিলেন পার্থ প্রতিম রায়, কমলেশ অধিকারী সহ প্রমুখ জেলা তৃণমূল নেতৃত্ব।

প্রসঙ্গত, শনিবার দুপুরে দিনহাটা পৌরসভার নবনির্বাচিত কাউন্সিলর মিঠু দাসের স্বামী বিজু দাস কে লক্ষ্য করে বিজেপি নেতা অজয় রায়ের বাড়ির ভেতর থেকে গুলি ছোড়ার অভিযোগ ওঠে। ওই ঘটনায় বিজু দাসের পেটে গুলি লাগে। পরবর্তীতে তাকে দিনহাটা থেকে স্থানান্তরিত করে কোচবিহারে চিকিৎসার জন্য পাঠানো হয়। সেখানে চলছে তার চিকিৎসা। এই ঘটনার 24 ঘন্টা কেটে গেলেও এখনো পর্যন্ত গুলি চালানোর ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার না করায় পুলিশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেন দিনহাটার বিধায়ক উদয়ন গুহ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments