Thursday, March 28, 2024
Homeরাজ্যভোররাতে গুজরাটে একটি কেমিক্যাল কারখানায় ভয়াবহ বিস্ফোরণ,মৃত ৬

ভোররাতে গুজরাটে একটি কেমিক্যাল কারখানায় ভয়াবহ বিস্ফোরণ,মৃত ৬

সোমবার ভোররাতে গুজরাটের বারুচের একটি কেমিক্যাল কারখানায় ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারালেন অন্তত ৬ শ্রমিক। ঘটনায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। তদন্তে নেমেছে পুলিশ।

বারুচের এসপি লীনা পাতিল জানান, সোমবার ভোররাত ৩টে নাগাদ দহেজ শিল্পাঞ্চলে অবস্থিত একটি কেমিক্যাল কারখানায় বিধ্বংসী এই বিস্ফোরণটি ঘটে। জায়গাটি আহমেদাবাদ থেকে ২৩৫ কিলোমিটার দূরে। সেই সময় কারখানার রিএক্টারের কাছে ৬ জন শ্রমিক কাজ করছিলেন। জানা গিয়েছে, রিএক্টারেই আগুন লেগে বিস্ফোরণ ঘটে। আর তাতেই ঝলসে মৃত্যু হয় ছয় শ্রমিকের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। তবে আর কেউ কারখানায় আটকে নেই বলেই জানা গিয়েছে। আপাতত কারখানাটি বন্ধ রাখা হয়েছে। কেমিক্যাল কারখানা হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে যুদ্ধকালীন দ্রুত আগুন নেভাতে সফল হন দমকল কর্মীরা। যদিও এই বিস্ফোরণের ঘটনায় কারখানার কতখানি ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও পরিষ্কার হয়নি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments