Sunday, May 5, 2024
HomeBreaking newsকলকাতায় ফিরছেন না পার্থ চ্যাটার্জি, আজ রাতে ভুবনেশ্বর এইমসেই থাকবেন তিনি

কলকাতায় ফিরছেন না পার্থ চ্যাটার্জি, আজ রাতে ভুবনেশ্বর এইমসেই থাকবেন তিনি

পার্থ চট্টোপাধ্যায়কে আজ রাতে ভুবনেশ্বর এইমসেই থাকতে হবে। সোমবার এমনটাই জানাল এইমস ভুবনেশ্বর। সারাদিন পরীক্ষা-নিরীক্ষা চললেও পার্থকে ভর্তি নেয়নি এইমস। এদিনই তাঁকে কলকাতায় ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল এইমস কর্তৃপক্ষ। তবে, রাতেই সিদ্ধান্ত বদল করা হয়। ফলে আজ রাত ভুবনেশ্বর এইমসেই কাটাতে হবে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। মঙ্গলবার সকালে তাঁকে কলকাতায় নিয়ে আসা হবে।  

সোমবার সকালেই এসএসকেএম থেকে পার্থ চট্টোপাধ্যায়কে এয়ার অ্যাম্বুল্যান্সে ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হয়। নিরাপত্তার ঘেরাটোপে রাখা হয় কলকাতা নেতাজী সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরের ৫ নম্বর গেট দিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের অ্যাম্বুল্যান্সে প্রবেশ করে। পার্থর সঙ্গে এসএসকেএমের কার্ডিওলোজি বিভাগের এক জন চিকিৎসকও ভুবনেশ্বর যান বলে খবর। সেখানে চার সদস্যের মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে চলে পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক পরীক্ষা।

এরপর তৃণমূল মহাসচিবের স্বাস্থ্য পরীক্ষার পর এইমস-এর এক্সিকিউটিভ ডিরেক্টর আশুতোষ বিশ্বাস বললেন, ৪-৫ রকম ক্রনিক রোগে ভুগছেন পার্থ। কিন্তু, এর জন্য হাসপাতালে ভর্তি হওয়ার কোনও প্রয়োজন নেই। নিয়ম করে ওষুধ খেলেই হবে। পাশাপাশি, এইমস-এর তরফে জানানো হয়েছে, বুকে কোনও ব্যথা নেই প্রাক্তন শিক্ষামন্ত্রীর। তাঁকে যত দ্রুত সম্ভব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় এইমস কর্তৃপক্ষ। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments