Friday, April 26, 2024
Homeখেলাধূলাএবার অগ্নিপরীক্ষা! দল থেকে বাদ পড়তে পারেন বিরাট কোহলি

এবার অগ্নিপরীক্ষা! দল থেকে বাদ পড়তে পারেন বিরাট কোহলি

ভারতের টি-২০ দলে কি প্রাক্তন অধিনায়ক Virat Kohli আর অটোমেটিক চয়েস নন? টানা ব্যর্থতা জেরে এই প্রশ্ন উঠে গিয়েছে। শোনা যাচ্ছে বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা টি-২০ সিরিজেই নির্ধারিত হতে পারে এই ব্যাটারের ভবিষ্যৎ। তিনি যদি এই সিরিজেও ব্যর্থ হন, তাহলে জাতীয় দলে জায়গা হারাতে পারেন। অন্তত টি-২০ দল থেকে তাঁকে বাদ দেওয়া হতে পারে।

বেশ কিছুদিন ধরে তিন ফর্ম্যাটেই ভালো ফর্মে নেই বিরাট। তাঁর ফর্মের উন্নতি হচ্ছে না। দীর্ঘদিন ধরে ব্যাডপ্যাচ চলছে। এই পরিস্থিতিতে টিম ম্যানেজমেন্ট আর ধৈর্য ধরে রাখতে পারছে না। এ বছরের অক্টোবরে ICC Men’s T20 World Cup। সেই প্রতিযোগিতায় খেলতে হলে বিরাটকে ফর্মে ফিরতেই হবে। তিনি যদি ইংল্যান্ডেও ব্যর্থ হন, তাহলে তাঁর বদলে অন্য কাউকে সুযোগ দেওয়া হতে পারে।

বুধবার West Indies Tour-এ ODI Series-এর দল ঘোষণা করেছে BCCI। এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে বিরাট, Rohit Sharma, Hardik Pandya, Japrit Bumrah ও Rishabh Pant-কে। অধিনায়ক রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া ও ঋষভ পন্থের টি-২০ বিশ্বকাপের দলে থাকা নিয়ে সংশয় নেই। চোট বা বড় কোনও অঘটন ছাড়া তাঁরা নিশ্চিতভাবেই টি-২০ বিশ্বকাপের দলে থাকবেন। কিন্তু, বিরাট হঠাৎই অনিশ্চিত হয়ে পড়লেন। এজবাস্টন টেস্ট ম্যাচে যদি তিনি রান পেতেন, তাহলে এই পরিস্থিতি তৈরি হত না। কিন্তু, রান না পেয়ে নিজের জন্য সমস্যা তৈরি করে ফেলেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। এখন ফর্মে ফেরা ছাড়া তাঁর কাছে অন্য কোনও উপায় নেই।

বিসিসিআই সূত্রে খবর, “সেরা খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া প্রয়োজন বলেই ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-২০ সিরিজের দল এখনও ঘোষণা করা হয়নি। রোহিত, হার্দিক ও পন্থ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলবে বলেই মনে হচ্ছে। জসপ্রীত বুমরাহ হয়তো ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে না। বিরাটের বিষয়ে টিম ম্যানেজমেন্টই সিদ্ধান্ত নেবে। টি-২০ বিশ্বকাপের জন্য যেটা প্রয়োজন মনে করবে সেটাই করবে টিম ম্যানেজমেন্ট।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments