Wednesday, April 24, 2024
Homeদেশপ্রধানমন্ত্রীর বক্তব্যকে নিশানা করে খোঁচা রাহুল গান্ধীর

প্রধানমন্ত্রীর বক্তব্যকে নিশানা করে খোঁচা রাহুল গান্ধীর

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, কয়লা ও অক্সিজেন সংকটের দায় অবিজেপি শাসিত রাজ্যগুলি উপর চাপিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর সেই বক্তব্যকে নিশানা করে খোঁচা রাহুল গান্ধীর। বৃহস্পতিবার টুইট করে রাহুল গান্ধী বলেন, দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, কয়লা ও অক্সিজেন সংকটের দায় চাপানো হচ্ছে রাজ্যেগুলির উপর। জ্বালানি তেলের ৬৮ শতাংশ শুল্ক নেয় কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকার এই দায় নিতে অস্বীকার করছে। মোদির যুক্তরাষ্ট্রীয় ভাবনা সহযোগিতামূলক নয়, বরং প্রতিহিংসাপরায়ণ।

বুধবার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে নাম না করে অবিজেপি শাসিত রাজ্যগুলি উপর দায় চাপালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর নিশানায় পশ্চিমবঙ্গ, তামিলনাডু, কেরল, ঝাড়খণ্ডের মতো একাধিক রাজ্য। অবিজেপি শাসিত এই সমস্ত রাজ্যগুলির কাছে প্রধানমন্ত্রীর আবেদন, অবিলম্বে জ্বালানি তেলের উপর থেকে ভ্যাট কমান।

দেশের কোভিড পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনায় বসে প্রধানমন্ত্রীর জ্বালানি তেলের প্রসঙ্গ তোলা এক কথায় নজিরবিহীন। নাম না করেই অবিজেপি শাসিত রাজ্য সরকারগুলির সমালোচনা করেন তিনি। মোদির কথায়, ‘নভেম্বর থেকে মে, এই ছ’মাসে শুল্ক না কমিয়ে সাধারণ মানুষের সঙ্গে অন্যায় করা হয়েছে। রাজ্যগুলি হয়ত অনেক বেশি রাজস্ব আদায় করেছে। এখানে প্রধানমন্ত্রী টেনে এনেছেন জম্মু-কাশ্মীর, কর্নাটক, গুজরাত, উত্তরপ্রদেশের উদাহরণ। নরেন্দ্র মোদি মনে করিয়ে দিয়েছেন, এই রাজ্যগুলি কেন্দ্রের অনুরোধ মেনে জ্বালানি তেলের উপর শুল্ক কমিয়েছে। রাজস্ব আদায়ের দিকটি মাথায় রাখেনি

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments