Wednesday, May 1, 2024
Homeরাজনীতিউপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটদান থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিল তৃণমূল

উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটদান থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিল তৃণমূল

উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটদান থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিল তৃণমূল কংগ্রেস। ২১ জুলাইয়ের মহাসমাবেশ শেষে এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেছিল দল। এরপরই বিকেলে সাংবাদিক বৈঠক করে দলের সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের সেকেন্ড-ইন-কমান্ড বলেন, “কোনওভাবেই আমরা NDA প্রার্থীকে সমর্থন করতে পারি না। বাংলায় রাজ্যপাল থাকাকালীন জগদীপ ধনখড়ের রাজনৈতিক ভূমিকা আমরা দেখেছি। কী ভাবে একটি দলের হয়ে তিনি কথা বলতেন, কী ভাবে বাংলার মানুষকে ধাপে ধাপে তিনি অসম্মান করেছেন। তাই তাঁকে সমর্থন সম্ভব নয়।”

একইসঙ্গে তিনি বলেন, “শেষ মুহূর্তে মার্গারেট আলভার নাম বিরোধীপক্ষের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। যে দলের ৩৫ জন সাংসদ রয়েছে, সেই দলের সঙ্গে সঠিকভাবে আলোচনা না করেই সিদ্ধান্ত হয়েছে।” দলের প্রায় ৮৫ শতাংশ সাংসদ এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন এবং তাঁরা সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজেদের মতামত প্রকাশ করেছেন বলে এদিন জানান তৃণমূলের ডায়মন্ড হারবারের সাংসদ। তারপরই দলের তরফে সর্বসম্মতিক্রমে উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়ায় অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments