Monday, April 29, 2024
Homeআলিপুরদুয়ারআলিপুরদুয়ার জেলা পুলিশের উদ্যোগে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি

আলিপুরদুয়ার জেলা পুলিশের উদ্যোগে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি

অর্ঘ্যদীপ দেবনাথ, আলিপুরদুয়ার:

১লা ডিসেম্বর: আলিপুরদুয়ার জেলা পুলিশের উদ্যোগে সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি হলো বুধবার। এদিন প্রথমে এসপি অফিস সম্মুখে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার ভোলানাথ পান্ডে। এছাড়া উপস্থিত ছিলেন ডিএসপি ট্রাফিক তেনজিং ভুটিয়া, উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ এর ভাইস চেয়ারম্যান মৃদুল গোস্বামী, আলিপুরদুয়ার থানার আইসি অনিন্দ ভট্টাচার্য সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।
এরপর গ্রিন ফ্ল্যাগ অফ করে বর্ণাঢ্য শোভাযাত্রার শুভ সূচনা হয়। সেখানে সকল পুলিশ আধিকারিক,সিভিক এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই শোভা যাত্রায় পা মেলান। এদিন সেফ ড্রাইভ সেভ লাইফ এর পাশাপাশি পহেলা ডিসেম্বর এইডস দিবস হিসেবেও একটি ব্যানার হাতে শোভাযাত্রা করা হয়। শোভাযাত্রা আলিপুরদুয়ারের রাজপথ পরিক্রম করে চৌপথি তে গিয়ে শেষ হয়।
সবশেষে আলিপুরদুয়ার চৌপথি তে একটি সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এদিনের প্রোগ্রাম নিয়ে ডিএসপি ট্রাফিক বলেন, পথ দুর্ঘটনা এড়াতে এবং সাধারণ মানুষকে সচেতন করতে রাজ্য সরকারের এই উদ্যোগ অতুলনীয়। আমরা প্রতি বছরের বিভিন্ন সময়ে এই সেভ ড্রাইভ সেভ লাইফ নিয়ে মানুষকে সচেতন করি। সাধারণ মানুষ যাতে সব নিয়ম মেনে রাস্তায় গাড়ি চালায় তার অনুরোধ করছি।

উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান মৃদুল গোস্বামী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের এক উল্লেখযোগ্য কর্মসূচি এই সেফ ড্রাইভ সেভ লাইফ। এই সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে বহু মানুষকে সচেতন করা যাচ্ছে। রাজ্যজুড়ে প্রতিটি জেলাতেই চলছে সচেতনতা মূলক প্রচার যার ফলে অনেক মানুষ দুর্ঘটনা থেকে সতর্ক হচ্ছেন। তবে সাধারণ মানুষ যাতে রাস্তায় চলাফেরার ক্ষেত্রে আরো সতর্ক হয় সেই বিষয়ে তাদের কাছে আবেদন করছি। জেলা পুলিশ সর্বদা মানুষের পাশে রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments