Friday, May 3, 2024
HomeBreaking newsআজ বিজেপির নবান্ন অভিযান কর্মসূচিকে ঘিরে ব্যাপক পুলিশি নিরাপত্তা

আজ বিজেপির নবান্ন অভিযান কর্মসূচিকে ঘিরে ব্যাপক পুলিশি নিরাপত্তা

মঙ্গলবার বিজেপির নবান্ন অভিযান কর্মসূচি। এই কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগের বিরুদ্ধে বিজেপির এই কর্মসূচি। তিনটি মিছিল নবান্নের উদ্দেশে রওনা দেবে। যার নেতৃত্বে থাকবেন রাজ্য বিজেপির শীর্ষ নেতারা। বিজেপির এই অভিযানের জন্য বন্ধ থাকবে হাওড়া ব্রিজ এবং দ্বিতীয় হুগলি সেতু। সকাল থেকে হাওড়া সিটি পুলিশের তরফে হাওড়া ময়দানে লোহার ব্যারিকেট করে দিয়ে ঘিরে রাখা হয়েছে। আনা হয়েছে জল কামান। নবান্নর সামনে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী ও ব়্যাফ। হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী  হাওড়া ময়দান পরিদর্শন করে দখেন। 

অন্যদিকে, হাওড়া স্টেশনে এসে পৌঁছেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি জানান, এই বৃষ্টি বিজেপির ক্ষেত্রে কোনও বিষয় না। পশ্চিমবঙ্গ রক্ষার জন্য ঝড়, বৃষ্টি যাই হোক না কেন, আজ বিজেপির বড় ঝড় হবে। পাশাপাশি শিয়ালদহ স্টেশনে দিলীপ ঘোষের নেতৃত্বে শুরু হবে মিছিল। ইতিমধ্যে তিনি হাওড়া স্টেশনে এসে পৌঁছেছেন। এই মিছিল কলেজ স্কোয়ার থেকে শুরু হয়ে এমজি রোড থেকে হাওড়া ব্রিজ যাবে। অপরদিকে হাওড়া থেকে দুটি মিছিল বেরোবে নবান্নের উদ্দেশে। হাওড়া ময়দান থেকে একটি মিছিল বের হবে। এর নেতৃত্বে রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আর একটি মিছিল সাঁতরাগাছি থেকে বের হবে। নেতৃত্বে থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওই দুটি মিছিল আটকানোর ক্ষেত্রেও কড়া পুলিশি ব্যবস্থা রাখছে হাওড়া সিটি পুলিশ। বিজেপির কোনও মিছিলেরই অনুমতি দেয়নি পুলিশ। তবু দলের রাজ্য নেতৃত্ব জানিয়ে দিয়েছেন, পুলিশ অনুমতি না দিলেও অভিযান হবে। গোলমাল হলে তার দায় রাজ্য প্রশাসনের। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments