Friday, April 26, 2024
Homeশিলিগুড়িঅভিযান চালাতে গিয়ে গুলিবিদ্ধ শিলিগুড়ি মেট্রোপলিটনের প্রধাননগর থানার সাব-ইন্সপেক্টর

অভিযান চালাতে গিয়ে গুলিবিদ্ধ শিলিগুড়ি মেট্রোপলিটনের প্রধাননগর থানার সাব-ইন্সপেক্টর

শিলিগুড়ি:-

অভিযান চালাতে গিয়ে গুলিবিদ্ধ হলেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধাননগর থানার এক সাব ইনস্পেকটর। জখম পুলিশ আধিকারিকের নাম রবীন্দ্রনাথ সরকার। তাঁর বাঁ পায়ে গুলি লেগেছে বলে খবর।বর্তমানে তিনি মাটিগাড়ার একটি নার্সিংহোমে চিকিৎসাধীন।তবে দুষ্কৃতীর ছোঁড়া গুলিতে অল্পের জন্য প্রাণ বেঁচে গিয়েছে প্রধান নগর থানার ইন্সপেক্টর অনির্বাণ ভট্টাচার্যের। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গিয়েছে,গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে শিলিগুড়ির প্রধাননগর থানার পুলিশ। বিহারের বাসিন্দা ওই জমি মাফিয়ার কাছে আগ্নেয়াস্ত্র ছিল বলে অভিযোগ পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়।নিজেকে বিহারের সরকারি আধিকারিক পরিচয় দিত ওই ব‍্যাক্তি।এমনকি,শিলিগুড়ির মেট্রোপলিটন পুলিশের এক আধিকারিক ও এক পুলিশ কর্মীর সঙ্গে তার পরিচয় রয়েছে বলেও দাবি করত ঐ অভিযুক্ত।দীর্ঘদিন ধরে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ অভিযুক্ত রাজ পাণ্ডে কে খুঁজছিল।ওই ব্যক্তিকে পকাইজোত থেকে গ্রেপ্তারের পর তার দাগাপুরের একটি ফ্ল্যাটে অভিযান চালান প্রধাননগর থানার পুলিশ আধিকারিকরা।অভিযোগ,ফ্ল্যাটে তল্লাশি চালানোর সময় অভিযুক্ত তার আগ্নেয়াস্ত্র দিয়ে প্রধান নগর থানার আইসি অনির্বাণ ভট্টাচার্য কে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করে।সেই সময় অভিযুক্তকে বাধা দিতেই গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে সাব ইনস্পেকটর রবীন্দ্রনাথ সরকারের পায়ে গিয়ে লাগে।এরপর অপরাধীকে বাকি পুলিশ কর্মীরা ধরে হেফাজতে নেয়।তড়িঘড়ি প্রধাননগর থানার সাব-ইন্সপেক্টর রবীন্দ্রনাথ সরকারকে নিয়ে যাওয়া হয় শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে।গোটা ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ মহলে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments