দিনহাটা:
দিনহাটা মহকুমা জুড়ে মনীষী রায়সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার তিরোধান দিবস শ্রদ্ধার সাথে পালিত হল। রবিবার সকালে দিনহাটা কলেজের সন্মুখে পঞ্চানন ছাত্রাবাসের বাইরে এবং সিতাই চৌপথী তে মনীষী রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার পূর্ণবয়ব মূর্তিতে মাল্যদান,পুষ্পার্ঘ্য নিবেদন পাশাপাশি শ্রদ্ধার সাথে তার ৮৯ তম তিরোধান দিবস পালিত হলো।

দিনহাটা পঞ্চানন অনুগামী মঞ্চের উদ্যোগে এই তিরোধান দিবস পালন কর্মসূচির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, বিবেকানন্দ রায় সিংহ, অশোক রায়, মহাদেব বর্মন থেকে শুরু করে পঞ্চানন অনুগামী মঞ্চের অন্যান্য সদস্যরা। পাশপাশি সিতাইয়ে উপস্থিত ছিলেন বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, বিশু রায় প্রামানিক, মুক্তিপদ মন্ডল, শ্যামল গাঙ্গুলী থেকে শুরু করে এলাকার বিশিষ্ঠ জনেরা।

