Monday, February 6, 2023
Homeবিনোদনঅবশেষে নাম বদলাচ্ছেন আলিয়া ভাট

অবশেষে নাম বদলাচ্ছেন আলিয়া ভাট

বিয়ের পর অবশেষে নিজের নাম বদলাতে চলেছেন আলিয়া ভাট।প্রায় চার বছর সম্পর্কে থাকার পর ২০২২এর এপ্রিলেই রণবীর কাপুরের সঙ্গে বিয়ে সেরেছেন অভিনেত্রী।জুনেই সুখবর শোনা গিয়েছে,খুব শীঘ্রই মা হতে চলেছেন তিনি।এবার ফাইনালি নিজের নামও পাল্টে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন কাপুর পরিবারের নতুন বহুরানি।শোনা যাচ্ছে,নিজের নাম থেকে বাবার ভাট পদবী বাদ দেবেন না আলিয়া। সম্ভবত পরিবর্তনের পরে সমস্ত জরুরী কাগজপত্রে আলিয়া ভাট কাপুর অথবা আলিয়া কাপুর ভাট নাম লিখবেন ডার্লিংস ছবির নায়িকা।অবশ্য নিজের স্ক্রিন নেম না বদলানোর পক্ষেই রয়েছেন আলিয়া ভাট।ছবির টাইটেলে অভিনেত্রীর পুরোন নামই দেখা যাবে।

সদ্যই একটি সংবাদমাধ্যমকে আলিয়া জানিয়েছেন,কিছুদিনের মধ্যেই মা হতে চলেছেন তিনি।আর ইতিমধ্যেই কাপুর পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্যও হয়ে উঠেছেন।তাই নামের সঙ্গে কাপুর যোগ করাটা খুব জরুরী।শুধু নামই নয়,পাসপোর্টে নিজের ম্যারিটাল স্টেটাস সিঙ্গল থেকে ম্যারেড করারও সিদ্ধান্ত নিয়েছেন আলিয়া ভাট।তাঁর এই সিদ্ধান্তে রণবীর কিন্তু দারুণ খুশি

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments