Tuesday, April 30, 2024
Homeধুপগুড়িরক্তের সংকট মেটাতে ধূপগুড়ি পৌরসভায় স্বেচ্ছায় রক্তদান শিবির

রক্তের সংকট মেটাতে ধূপগুড়ি পৌরসভায় স্বেচ্ছায় রক্তদান শিবির

সৃঞ্জয় দাস:ধুপগুড়ি:
ধূপগুড়ি পৌরসভায় স্বেচ্ছায় রক্তদান শিবির। বর্তমান করোনা পরিস্থিতিতে রক্তের সংকট দেখা দিয়েছে। আর তাই সেই রক্তের সংকট কিছুটা মেটাতে পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য প্রতিটি পৌরসভার পক্ষ থেকে যাতে রক্তদান শিবির করা হয় সেই ব্যাপারে একটি নির্দেশিকা জারি করেন। বুধবার সেই নির্দেশ অনুসারে ধূপগুড়ি পৌরসভার উদ্যোগে পৌরসভা অফিসে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন এই রক্তদান শিবিরের শুভ উদ্ধোধন করেন পৌরসভার পৌরমাতা ভারতী বর্মন। উপস্থিত ছিলেন পৌরসভার ভাইস-চেয়ারম্যান রাজেশ সিং, ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুরজিৎ ঘোষ, পৌরসভার কাউন্সিলর সহ অনেকে।

উল্লেখ্য ভোট পরবর্তী করোনা পরিস্থিতিতে বেশিরভাগ ব্লাড ব্যাংকেই পর্যাপ্ত রক্ত নেই। কেননা ভোট পরর্বতী সময়ে করোনা পরিস্থিতির কারণে সেরকমভাবে কোনো স্বেচ্ছাসেবী সংস্থা রক্তদান কর্মসূচি নিতে পারেনি। আর যারফলে বিপদে পড়ছেন মূমূর্ষ রোগী থেকে দূর্ঘটনায় আহতদের আত্বীয়রা। কারণ ব্লাড ব্যাংকে রক্ত না থাকায় প্রয়োজনীয় রক্ত মিলছে না তাদের। তাই এই পরিস্থিতিতে পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী পৌরসভাগুলি যাতে এই রক্ত সংকট মেটাতে এগিয়ে আসে সেকারণে নির্দেশ দিয়েছেন। এদিন দুপুর ১২ টা পর্যন্ত ১৫ উইনিট রক্ত সংগ্রহীত হয়েছে।সংগ্রহীত রক্ত জলপাইগুড়ি ব্লাড ব্যাংকে পাঠানো হবে বলে ধূপগুড়ি পৌরসভার সূত্রে খবর।

ধুপগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং জানান, এমনি তেই করোনা অতিমারী চলছে , তার মধ্যে পৌরসভা এলাকার প্রায় অধিকাংশ মানুষকে ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হয়েছে তাই অনেকেই রক্ত দিতে চাইছেন না । তবে আমাদের টার্গেট ৮০ উইনিট রক্ত সংগ্ৰহিত হবে। সূত্রের খবর অনুযায়ী দিনের শেসে ৩৫ উইনিট রক্ত সংগ্রহীত হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments