Tuesday, April 30, 2024
Homeরাজ্যউন্নয়নের পথে বাংলা! মমতার প্রশংসায় রাজ্যপাল

উন্নয়নের পথে বাংলা! মমতার প্রশংসায় রাজ্যপাল

বাংলায় দু’দিনের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন শুরু হল বুধবার। নিউটাউনের কনভেনশনে সেন্টারে তার উদ্বোধন হল রাজ্যপাল জগদীপ ধনখড়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র-সহ দেশ ও বিদেশের আড়াইশোরও বেশি অতিথি-অভ্যাগতদের উপস্থিতিতে। বাণিজ্য সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যপাল তাঁর ভাষণে বাংলায় উন্নয়নের দুয়ার খুলে দেওয়ার বার্তা দেন।

এদিন রাজ্যপাল জগদীপ ধনখড় তাঁর ভাষণে বলেন, বাংলা আজ যা ভাবে, কাল তা ভাবে ভারত। গোপালকৃষ্ণ গোখলের সেই বাণী ধ্বনিত হল রাজ্যপাল জগদীপ ধনখড়ের মুখে। তিনি বলেন, গোপালকৃষ্ণ গোখলে যে কথা বলে গিয়েছিলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তাই বলেন। সেই পথ ধরেই বাংলা এগিয়ে চলেছে।।

রাজ্যপাল এদিন উদ্বোধনী ভাষণে বলেন, বাংলার ক্ষমতা আছে দেশের অর্থনৈতিক চিত্র বদলে দেওয়ার। বিনিয়োগের জন্য আদর্শ জায়গা হল বাংলা। বাংলায় দুর্গাপুজোকে ইউনেস্কোর হেরিটেজ তকমা। বাংলা ঐতিহ্য ও সংস্কৃতির ভূমি আর পূর্ব ভারতের ইকোনমিক হাব হল বাংলা। রাজ্যপাল বলেন, মানব সম্পদে এগিয়ে বাংলা। তাই আগামীদিনে উন্নয়নের পথ দেখাবে বাংলাই।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments