Friday, May 3, 2024
Homeঅন্যান্যSecondary examin: মাধ্যমিক পরীক্ষার্থীদের বিশেষ পরিষেবা দিতে চলেছে শিলিগুড়ি বৃহত্তর ই-রিকশা ইউনিয়ন

Secondary examin: মাধ্যমিক পরীক্ষার্থীদের বিশেষ পরিষেবা দিতে চলেছে শিলিগুড়ি বৃহত্তর ই-রিকশা ইউনিয়ন

শিলিগুড়ি: Secondary examin এবছরে মাধ্যমিক পরীক্ষার্থীদের বিশেষ পরিষেবা দিতে চলেছে শিলিগুড়ি বৃহত্তর ই-রিকশা ইউনিয়ন।আপনি যদি এবারে মাধ্যমিক পরীক্ষার্থী হয়ে থাকেন,তাহলে মন দিয়ে শুনুন,লাভ আপনারই।জীবনের প্রথম বোর্ডের পরীক্ষা বলে কথা,সেইমতো তোড়জোড় শুরু হয়ে গিয়েছে।এখন শুধু পরীক্ষায় বসার অপেক্ষা।চলতি বছরে মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে ২রা ফেব্রুয়ারি থেকে।গতবছর মাধ্যমিক পরীক্ষার পরপরই ঘোষণা করে দেওয়া হয়েছিল এই বছরের মাধ্যমিক পরীক্ষার নির্ঘন্ট।মাধ্যমিক শিক্ষা পর্ষদের ঘোষণা অনুযায়ী প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছেন মাধ্যমিক পরীক্ষার্থীরা।

হাতে সময় একেবারেই কম।এরইমধ্যে শিলিগুড়ি শহরের মাধ্যমিক পরীক্ষার্থীদের স্বস্তি দিতে বিশেষ পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করল শিলিগুড়ি বৃহত্তর ই-রিকশা ইউনিয়ন।আজ একটি সাংবাদিক বৈঠক করে শিলিগুড়ি বৃহত্তর ই-রিকশা ইউনিয়ন সভাপতি রাকেশ পাল তিনি বলেন এই বছরের মাধ্যমিক পরীক্ষায় ফ্রিতে পরিষেবা দিচ্ছেন তারা।

অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার্থী যারা রয়েছেন,বিশেষ করে দুঃস্থ গরীব পরীক্ষার্থী,যাদের পক্ষে সম্ভব নয় ই-রিকশা ভাড়া করে পরীক্ষা কেন্দ্রে পৌছনো,তাদের পাশে থাকবে শিলিগুড়ির বৃহত্তর ই-রিকশা ইউনিয়ন।এছাড়াও প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রের বাইরে একটি করে ই-রিকশা দাঁড়িয়ে থাকবে পরীক্ষা শুরু থেকে শেষ পর্যন্ত।কারণ,অনেক সময় দেখা যায় পরীক্ষা কেন্দ্রে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন পরীক্ষার্থী।এবং তাদের হাসপাতালে পর্যন্ত নিয়ে যাওয়া জরুরি হয়ে পড়ে।সেই সমস্ত পরিস্থিতিতে যাতে অসুবিধেয় পড়তে না হয়,সেজন্য এই ব্যবস্থা।২রা ফেব্রুয়ারি সকাল থেকে শিলিগুড়ি বিভিন্ন জায়গায় মাধ্যমিক পরীক্ষার জন্য এই ইরিক্সা পরিষেবা দেওয়া হবে।

যেমন জলেশ্বরী বাজার থেকে ইস্টার্ন বাইপাসের মেন সড়কের বিভিন্ন গুলি গোলও থেকে শুরু করে ঘোগোমালী মনে সরক,হায়দার পাড়া ডাবগ্ৰাম,কোর্টমোড়, রবীন্দ্র নগর,পাকুর তলা মোড় আরো বিভিন্ন জায়গায় তে মাধ্যমিক পরিক্ষা পরিষেবা ব্যানার লাগানো ইরিক্সা দাঁড়িয়ে থাকবে।সেখান থেকেই মধ্যমিক পরীক্ষার্থীরা বিনে পোয়শায় যাতায়াত করতে পারবেন।এছাড়াও প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রের বাইরে একটি করে ই-রিকশা দাঁড়িয়ে থাকবে পরীক্ষা শুরু থেকে শেষ পর্যন্ত।কারণ,অনেক সময় দেখা যায় পরীক্ষা কেন্দ্রে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন পরীক্ষার্থী।এবং তাদের হাসপাতালে পর্যন্ত নিয়ে যাওয়া জরুরি হয়ে পড়ে।সেই সমস্ত পরিস্থিতিতে যাতে অসুবিধেয় পড়তে না হয়,সেজন্য এই ব্যবস্থা।যার নেতৃত্বে রয়েছেন শিলিগুড়ি বৃহত্তর ই-রিকশা ইউনিয়নের সভাপতি রাকেশ পাল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments