Tuesday, April 30, 2024
Homeদক্ষিণ দিনাজপুরচরম সংকটের মুখেডেকোরেটার্স,লাইট,মাইক ক্যাটারিং শিল্পের সঙ্গে যুক্ত মানুষজন

চরম সংকটের মুখেডেকোরেটার্স,লাইট,মাইক ক্যাটারিং শিল্পের সঙ্গে যুক্ত মানুষজন

দক্ষিন দিনাজপুরঃ দীর্ঘ করোনা আবহের জন্য মিলছেনা বড় বড় জনসমাগম এবং অনুষ্ঠানের অনুমতি। আর এরই মাঝে চরম সংকটে পড়েছেন ডেকোরেটর, লাইট মাইক ক্যাটারিং শিল্পের সাথে যুক্ত মানুষজন। উল্লেখ্য করোনা আবহের মাঝে রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী ৫০ জনের বেশি মানুষ নিয়ে অনুষ্ঠানে নিষেধাজ্ঞা জারি রয়েছে এখনো পর্যন্ত। আর সেকারণেই সরকারি বিধি নিষেধের গেরাকলে পড়ে ব্যবসায় চরম ক্ষতির সম্মুখীন হয়েছেন সারা রাজ্যের ডেকোরেটর ব্যবসার সাথে যুক্ত মানুষজন। অবিলম্বে বিধি নিষেধ উঠিয়ে নেওয়া,MSME দপ্তর এর মাধ্যমে স্বল্প সুদে দুঃস্থ ডেকোরেটরের অনুদান প্রদান এবং ডেকোরেটর শিল্পের উপর আরোপিত উচ্চহারে জিএসটি কমানোর দাবি সহ একাধিক দাবিতে আগামী ২০ সেপ্টেম্বর রাজ্যজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ডেকোরেটর সমন্বয় সমিতি। সেই ধর্মঘটকে সফল করতেই মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পীরতলা প্রাথমিক বিদ্যালয়ে জেলা ডেকোরেটর সমন্বয় সমিতির উদ্যোগে একটি বিশেষ বৈঠক আয়োজিত হয়। বৈঠকে বুনিয়াদপুর শহর বংশীহারী ব্লক সহ সমগ্র দক্ষিণ দিনাজপুর জেলার ডেকোরেটর ব্যবসা সাথে যুক্ত বহু মানুষজন উপস্থিত হয়েছিলেন।

আরও খবর পড়ুন…..

রিষড়া এসকে নগর এলাকায় প্রকাশ্যে শুট আউট, গুলিবিদ্ধ যুবক

নিউজ ডেস্ক:
রিষড়া এসকে নগর এলাকায় নিজের খাটাল থেকে বেরোনোর সময় গুলিবিদ্ধ হলেন এক যুবক। পুলিশ সূত্রে জানা যায় গুলিবিদ্ধ যুবকের নাম মিথিলেশ কুমার যাদব(৩০)।আহত যুবক জানিয়েছে খাটাল থেকে বেরোনোর পরে এক দুষ্কৃতী তাকে পেছন দিক থেকে গুলি করে। গুলিটি পিছন দিক থেকে কোমরের উপরে লাগে। এরপর মাটিতে পড়ে চিৎকার করলে তার চিৎকার শুনে লোকজন বেরিয়ে এলে দুষ্কৃতি চম্পট দেয়।স্থানীয় বাসিন্দারা তাকে প্রথমে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যায়। এরপর সেখান থেকে হিন্দমোটরে একটি বেসরকারি নার্সিংহোম তাকে স্থানান্তরিত করা হয়। ঘটনাস্থলে শ্রীরামপুর থানা ও উত্তরা থানার পুলিশ।গুলিবিদ্ধ যুবক জানিয়েছে আকাশ নামে একজন তাকে গুলি মেরেছে।কিন্তু কেন তাকে গুলি করল তা পুলিশি জেরায় সে জানাতে পারেনি।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments