Monday, April 29, 2024
Homeরাজ্য"স্কলারশিপ ফর স্টুডেন্টস ইউনিয়ন" এর পক্ষ থেকে নানা দাবীতে ডেপুটেশন

“স্কলারশিপ ফর স্টুডেন্টস ইউনিয়ন” এর পক্ষ থেকে নানা দাবীতে ডেপুটেশন

নিউজ ডেস্ক: স্কলারশিপ নিয়ে সরকারের টাল বাহানার অভিযোগ তুলে শিক্ষামন্ত্রীর ও স্কলারশিপ আধিকারিকের কাছে কয়েক দফা দাবি পত্র পেশ করলো “ইউনাইটেড স্টুডেন্টস ফর স্কলারশিপ”। একটি প্রেস রিলিজ এর মাধ্যমে সংগঠনের পক্ষ থেকে জানানো হয় গত ২৪ মে রাজ্যের বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে চারশো এর বেশি পড়ুয়া নিয়ে একটি অনলাইন বৈঠক হয়। এবং সেখানেই এই সংগঠন গড়ে তোলা হয়। এবং সাথে শুরু হয় গণ সাক্ষর কর্মসূচি। বিভিন্ন সরকারি স্কলারশিপ এর টাকা যেগুলোর ফর্ম ফিলাপ হয়ে গেলেও টাকা ঢোকেনি সেগুলো সমস্যা অবিলম্বে মিটিয়ে ওঠার কথাই মূলত উল্লেখ্য থাকে দাবি পত্রে।প্রায় ১০০০০ পড়ুয়া সাক্ষর সম্বলিত দাবিপত্র এদিন সংগঠনের পক্ষ থেকে শিক্ষামন্ত্রীর দপ্তরের জমা দেওয়া হয় বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তি তে।সংগঠনের অন্যতম কনভেনর ভাস্বর হালদার বলেন, শিক্ষামন্ত্রীর নিজস্ব সম্পাদকের সঙ্গে কথা হয়, উনি উপস্থিত না থাকায় দেখা হয়নি।মঙ্গলবার পুনরায় ডেকেছেন এবং দেখা করবার আশ্বাস দিয়েছেন।তিনি আরও জানান, আন্দোলন জারি থাকবে এবং জেলায় জেলায় এর শক্তি বৃদ্ধি করা হবে আগামীদিনে। যতদিন না দাবি আদায় হচ্ছে ততদিন এই আন্দোলন চলতে থাকবে বলেও জানান ওই বিজ্ঞপ্তিতে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments