Monday, April 29, 2024
Homeদক্ষিণ দিনাজপুরসম্প্রীতির নজির বালুরঘাটে, হিন্দু-মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে দুর্গাপূজায় মাতলেন

সম্প্রীতির নজির বালুরঘাটে, হিন্দু-মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে দুর্গাপূজায় মাতলেন

কথায় বলে ‘ধর্ম যার যার, উৎসব সবার’ আর এই কথাটারই সার্থক রূপ দেখা গেল দক্ষিণ দিনাজপুর জেলায়। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের মাহিনগর বামা কালী সেবা সমিতির দুর্গাপুজো করেন হিন্দু মুসলমান উভয় সম্প্রদায় একত্রে মিলেমিশে।যেখানে ক্লাব সম্পাদকের ভূমিকায় ক্লাবের দায়িত্ব সামলাচ্ছেন এক হিন্দু ভাই। ঠিক সেখানেই ক্লাব সভাপতি হিসেবে তাকে যোগ্য সঙ্গত দিচ্ছেন আর এক মুসলমান ভাই। জানা গেছে এই অঞ্চলের মহিলারা অন্য স্থানে পুজো দিতে যেতেন স্থানীয় মানুষ না হওয়ায় তাদের পুজোর ডালি নিয়ে বহুক্ষণ দাঁড়িয়ে থাকতে হতো। এলাকার মেয়ে বউদের সুবিধার্থে সেখানকার হিন্দু মুসলিম সকল সম্প্রদায় একত্র ভাবে সিদ্ধান্ত নেন এলাকায় দুর্গাপূজা করতে হবে। সেই মতো এলাকার শতাব্দী প্রাচীন বামা কালি তত্ত্বাবধানেই বিগত ১৩ বছর আগে শুরু হয় দুর্গাপূজা। আর এই পুজো শুধু হিন্দুদের পুজো হিসেবে থেকে যায়নি সমাজে যখন রাজনৈতিক, সাম্প্রদায়িক হানাহানির বিষ চারিদিকে ছড়িয়ে পড়েছে ঠিক সেই সময় অন্যদের সামনে দৃষ্টান্ত স্থাপন করে এই পুজো হয়ে উঠেছে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির। প্যান্ডেল,ঠাকুরের বাহ্যিক চাকচিক্কে নয় সাম্প্রদায়িক সম্প্রীতির অর্ঘ্য দিয়ে দেবীর চরণে পুষ্পাঞ্জলীর মধ্য দিয়ে সারা বাংলার কাছে দৃষ্টান্ত স্থাপন করেছে এই পুজো।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments