Thursday, March 28, 2024
HomeBreaking newsস্কুলে সবুজ সাথী সাইকেল দেওয়ার সময় টাকা নেওয়ার অভিযোগ

স্কুলে সবুজ সাথী সাইকেল দেওয়ার সময় টাকা নেওয়ার অভিযোগ

সবুজসাথী প্রকল্পে সাইকেলের জন্য পড়ুয়া পিছু ৫০ টাকা করে নেওয়ার অভিযোগ উঠল স্কুলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার ২ নম্বর ব্লকের খোর্দনলা বিপিন বিহারী শিক্ষা সদন স্কুলের বিরুদ্ধে।গত শনিবার থেকে এই স্কুলে পড়ুয়াদের সাইকেল দেওয়া চলছে। ২৬ জন প্রাপকের মধ্যে ২৫ জন ইতিমধ্যে সাইকেল নিয়েও নিয়েছে। কিন্তু অভিভাবকদের অভিযোগ, সাইকেল পেতে ৫০ টাকা করে স্কুলকে দিতে হয়েছে। না দিলে সাইকেল দেওয়া হবে না বলে স্কুল থেকে জানানো হয়। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও পরিচালন সমিতির এক সদস্য টাকা নেওয়ার কথা স্বীকার করে নেন। তাঁরা জানিয়েছেন, নুরপুর হাই মাদ্রাসা থেকে সাইকেলগুলি আনার জন্য পরিবহন খরচ বাবদ এই টাকা নেওয়া হয়েছে। স্কুলের নিজস্ব তহবিলে টাকা না থাকায় পড়ুয়াদের থেকে এই টাকা নিতে হয়েছে। জেলাশাসক সুমিত গুপ্তা জানান, সবুজসাথীর সাইকেল বিনামূল্যে দেওয়া হয়। স্কুল কোন টাকা নিতে পারে না। আমি খোঁজ নিয়ে দেখছি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments