Sunday, April 28, 2024
Homeডুয়ার্সমালবাজার এলাকায় চলন্ত বাইকের উপর ঝাঁপিয়ে পড়ল চিতাবাঘ

মালবাজার এলাকায় চলন্ত বাইকের উপর ঝাঁপিয়ে পড়ল চিতাবাঘ

মালবাজার: চলন্ত বাইকের উপর ঝাঁপিয়ে পড়ল চিতাবাঘ (Leopard)। আক্রমণ চালায় বাইক সওয়ারির উপর। আঁচড়ে রক্তাক্ত করে দেয় বাইক সওয়ারিকে। শনিবার রাতে ভয়াবহ ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার মালবাজার ((Malbazar) এলাকায়। হাসপাতালে চিকিৎসাধীন বাইক সওয়ারি। এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে।

মালবাজার মহকুমার বামনডাঙ্গা থেকে নাগরাকাটা আসার পথে ডায়না লাইনের কাছে চলন্ত বাইকের উপর আক্রমণ করে চিতাবাঘ। জানা গিয়েছে, রাত আটটা নাগাদ বিজয়প্রতাপ সিং চাবাগান এলাকার রেশন ডিলার প্রেম মিত্তালের বাইকের পিছনে বসে নাগরাকাটায় যাচ্ছিলেন। সেই সময় ডায়না লাইনের কাছে জঙ্গলের রাস্তায় পিছন থেকে বাইকের উপর ঝাঁপ দেয় চিতাবাঘটি। অতর্কিত হামলায় হকচকিয়ে যায় দুজনই।

হানার পরই দু’জনই বাইক নিয়ে রাস্তার নিচে পড়ে যায়। বিজয়ের মাথায়-হাতে-পিঠে আঁচড় দেয় বাঘটি। এরপরই চিতাবাঘটি লাফ দিয়ে ফের জঙ্গলে ঢুকে যায়। স্থানীয় বাসিন্দারা বিজয়কে উদ্ধার করে সুলকাপাড়া হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে। এই ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। খুনিয়া রেঞ্জের রেঞ্জার প্রদ্যুত সরকার বলেন,”আহতদের চিকিৎসার খরচ বনদপ্তর গ্রহণ করবে।”

নাগরাকাটার বামনডাঙ্গা এলাকায় চিতাবাঘের উৎপাত নতুন কিছু নয়। কখনও গৃহস্থের বাড়িতে তো কখনও আবার স্কুলের ভিকর ঢুকে বসে থাকে তারা। এমনকী, বাড়ি থেকে ছোট বাচ্চাদেরও টেনে নিয়ে যায়। প্রাণ বাঁচাতে রীতিমতো লড়াই করতে হয়। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments