Thursday, May 2, 2024
Homeখেলাধুলাবিরাট কোহলির ধারাবাহিক ব্যার্থতা নিয়ে প্রশ্ন তুললেন ইরফান পাঠান

বিরাট কোহলির ধারাবাহিক ব্যার্থতা নিয়ে প্রশ্ন তুললেন ইরফান পাঠান

নিউজ ডেস্কঃ
ভারতের ইংল্যান্ড সফরের প্রথম থেকেই চর্চায় ছিল অধিনায়ক বিরাট কোহলির ফর্ম। ২০১৮ সালে টেস্টে নিজের ফর্ম নিয়ে সমস্যায় পড়েছিলেন বিরাট। ইংল্যান্ড সফরে এখনও পাঁচ ইনিংসে ১২৪ রান করেছেন কোহলি। গড় ২৪.৮০। তৃতীয় টেস্টে তিনি অর্ধশতরান করলেও প্রশ্ন থেকে যাচ্ছে তাঁর টেকনিক নিয়ে।

ইতিমধ্যেই কোহলির এই অফ ফর্ম নিয়ে বিশেষজ্ঞরা কাটাছেঁড়া করা শুরু করেছেন। সুনীল গাভাস্কর বিরাটের ব্যাট আর পায়ের মধ্যেকার ফাঁক নিয়ে প্রশ্ন তুলছেন। তেমনই এবার প্রশ্ন তুললেন জাতীয় দলের প্রাক্তন পেসার ইরফান পাঠান। তিনি মনে করেন, কোহলির আক্রমণাত্মক মনোভাবের কারণে রান থেকে দূরে আছে। প্রাক্তন ওপেনার আকাশ চোপড়ার সঙ্গে এক আলোচনায় পাঠান এই মন্তব্য করেন।

তিনি বলেন, ‘আমার মনে হয় প্রস্তুতির থেকেও বিরাটের আক্রমণাত্মক মেজাজ ওকে অফ স্ট্যাম্পের বাইরে খেলতে বাধ্য করছে। এটা খুবই ছোটো জিনিস। টেকনিকটাই আসল। বিরাটের আক্রমণাত্মক চিন্তাভাবনা ওর জন্য সমস্যা তৈরি করছে।’

সেখানে উপস্থিত ছিলেন দেশের প্রাক্তন মহিলা ক্রিকেটার অঞ্জুম চোপড়াও। তিনি বলেন, ‘বিরাট জানেন যে ওকে রান করতেই হবে। কিন্তু বিষয়টা হল ত্রুটিহীন ব্যাটিং। ও যখনই কোনও মন্তব্য করে, সেটা ওর কাঁধে আরও চাপ বাড়িয়ে দেয়। সম্ভবত সেই কারণে ও ফ্রি হয়ে খেলতে পারছে না। আমি মনে করি, ওর উচিত নিজের স্তর কিছুটা নিচে নামানো। এতে ব্যাটিংয়ে ভুল কম হবে।’

ইংল্যান্ড সিরিজে এখনও পর্যন্ত সবথেকে বেশিবার বিরাট আউট হয়েছেন অফ স্ট্যাম্পের বল খেলতে গিয়ে। বিরাটের দুর্বলতা বুঝে ইংল্যান্ডের বোলাররাও সেই লেংথে বল করে যাচ্ছেন।

তবে খানিকটা একই সুর শোনা গেছে প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় বাঙ্গারের মুখে। তিনি প্রশ্ন তুলেছেন বিরাটের ধৈর্য শক্তি নিয়ে। তিনি বলেন, ‘সব দেখে আমি যা বুঝলাম, বিরাট কোহলি ইংল্যান্ড বোলারদের জন্য ধৈর্য দেখায়নি। কিন্তু ওরা দেখিয়েছে। এটাই পার্থক্য গড়ে দিয়েছে।’

এরপর খানিকটা ইরফান পাঠানোর সুরে বাঙ্গার বলেন, ‘ও কিন্তু রক্ষণাত্মক খেলতে গিয়ে আউট হয়নি। ওর বল মারতে গিয়ে আউট হয়েছে। যদি আপনি ২০১৪ সালে বিরাটের আউট হওয়া দেখেন, ওখানেও ও একইভাবে আউট হত। আমার মনে হয় ও পঞ্চম বা ষষ্ঠ স্ট্যাম্পের বল খেলছে, যেটার কোনও দরকারই নেই।’

এর আগে সঞ্জয় বাঙ্গার ভারতের জাতীয় দলের ব্যাটিং কোচ ছিলেন। তাঁর বদলে এখন কোচ হয়েছেন বিক্রম রাঠৌর। ভারতের ব্যাটিং ব্যর্থতায় বিক্রম রাঠৌরের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছিলেন সুনীল গাভাস্কর।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments