Tuesday, April 30, 2024
Homeদক্ষিণ দিনাজপুরবজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিতে বৃষ্টিতে ভিজল দক্ষিণ দিনাজপুর জেলা

বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিতে বৃষ্টিতে ভিজল দক্ষিণ দিনাজপুর জেলা

দক্ষিণ দিনাজপুর: দুদিন রোদ ও মেঘের লুকোচুরি খেলার পর অবশেষে গরমের হাত থেকে বাঁচল দক্ষিণ দিনাজপুর জেলাবাসি। সোমবার সন্ধ্যেবেলায় হঠাৎই প্রায় দু ঘন্টা ধরে ভারী ও তীব্র বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণে ভিজল সারা দক্ষিণ দিনাজপুর জেলা। প্রসঙ্গত, দুর্গাপুজোর মধ্যেও সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে বেশ কয়েকদিন বৃষ্টিপাত হয়। এরপর গত কয়েকদিন ধরে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে বৃষ্টি না হলেও হঠাৎই আজ সোমবার সন্ধ্যেবেলা ভারী বজ্রবিন্দু সহ অকাল বর্ষণে ভিজল সমগ্র দক্ষিণ দিনাজপুর জেলা। পুজোর পর বেশ কয়েকদিন সূর্যের তীব্র দাবদহের কারণে গরম ছিল বিস্তর। কিন্তু আজ হঠাৎই ভারী বর্ষণ ও বজ্রবিদ্যুৎ সঙ্গে ঝড় হওয়ায় অনেকটাই স্বস্তি পেল দক্ষিণ দিনাজপুর জেলাবাসি তা বলাই বাহুল্য। বৃষ্টির ফলে এদিন দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন জায়গায় দোকানপাট ব্যবসায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বলে জানা গেছে। অকাল বর্ষনের কারণে খরিদ্দার না থাকার ফলে সন্ধ্যেবেলাতেই দোকানপাট সমস্ত গুটিয়ে ফেলে ও বন্ধ করে বাড়িমুখো হন ব্যবসায়ীরা। তবে দুদিন তীব্র দাবদহের পর আজ সোমবার সন্ধ্যেবেলা দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে ভারী বৃষ্টিপাত ও বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের কারণে গরম থেকে অনেকটাই রেহাই পেল সকলে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments