Friday, April 19, 2024
Homeউত্তর দিনাজপুরকরণদিঘীর ঐতিহ্যবাহী শিরুয়া মেলা চলছে

করণদিঘীর ঐতিহ্যবাহী শিরুয়া মেলা চলছে

করণদিঘী: উত্তর দিনাজপুর জেলার করনদিঘীতে প্রতিবছরের মতো এবারও প্রথম বৈশাখে শুরু হলো রাজবংশী সমাজের ঐতিহ্যবাহী শিরুয়া মেলা। উত্তরবঙ্গের সব থেকে বড় শিরুয়া মেলা এটি। স্থানীয়রা জানান করণ রাজা এই মেলার প্রথম শুরু করেন করণদিঘীতে। গতকাল সকাল থেকেই শিরুয়া মেলায় কয়েক লক্ষ দর্শনার্থীদের সমাগম ঘটে। মেলার দ্বিতীয় দিনও ভিড় দেখা গেছে। মেলার প্রথম দিন ভোর থেকেই বিকাল পর্যন্ত গঙ্গা স্নান চলে। আর বিকাল থেকে টানা এক সপ্তাহ মেলা চলবে। করণদিঘীর স্থানীয় বিধায়ক গৌতম পাল গতকাল করণ রাজার পুকুরে গঙ্গা স্নান করে শিবের পূজো করে একটি পদ যাত্রা রেলির মাধ্যমে শিরুয়া উৎসব ও বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে পান্ডেপুর শিব মন্দিরে জল ঢেলে পুনরায় শিরুয়া মেলা পরিদর্শন করে পীরের মাজারে চাদর চড়িয়ে মঙ্গল কামনা করেন। তবে এই শিরুয়া মেলায় জাতি ধর্ম নির্বিশেষে সকলেই মঙ্গল কামনার জন্য গঙ্গা স্নান করে শিরুয়া মেলা পরিদর্শন করেন ।

বিধায়ক গৌতম পাল সকলকেই শিরুয়া উৎসব ও বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে সকলকেই মেলা এসে দর্শন করার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি আরও জানান এই শিরুয়া মেলা সাতদিন ধরে ধুমধাম করে চলবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments