Thursday, May 2, 2024
HomeBreaking newsপুজোর আগে ১১২ জন টেট চাকরি প্রার্থীকে নিয়োগের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

পুজোর আগে ১১২ জন টেট চাকরি প্রার্থীকে নিয়োগের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

রাহুল রায়: ১১২ জন প্রাথমিক টেট চাকরিপ্রার্থীকে নিয়োগের নির্দেশ কলকাতা হাই কোর্টের (Calcutta High Court)। পুজোর আগেই তাঁদের চাকরি দেওয়ার নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। নিয়োগ নির্দেশ আদৌ কার্যকর হল কিনা, সে বিষয়ে আগামী ২৮ সেপ্টেম্বর খোঁজ নেবেন তিনি।

২০১৪ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের টেটের (Primary TET) পরীক্ষায় ৬টি প্রশ্ন ভুল ছিল। সেবছরই পরীক্ষা দিয়েছিলেন ১১২ জন পরীক্ষার্থী। কিন্তু ২০১৬ সালে ফল প্রকাশ হলে দেখা যায় তাঁরা টেট পাশ করেননি। সেই সময় চাকরি পাননি তাঁরা। ওই পরীক্ষার্থীদের অভিযোগ, পর্ষদের প্রশ্নে ভুল ছিল। ওই ৬ নম্বরের জন্য চাকরি পাননি তাঁরা।

বুধবার ওই মামলাতেই ১১২ জনকে নিয়োগের নির্দেশ দিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। তিনি জানান, পুজোর আগে আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে তাঁদের চাকরির বন্দোবস্ত করতে হবে। রাজ্য সরকার শূন্যপদ সংক্রান্ত তথ্য জানাবে। তার ভিত্তিতে নিয়োগ সুপারিশ দেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। নিয়োগ নির্দেশ কার্যকর হল কিনা, আগামী ২৮ সেপ্টেম্বর সে সংক্রান্ত খোঁজখবর নেবেন বিচারপতি।

উল্লেখ্য, এর আগে গত সোমবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ২৩ জন চাকরিপ্রার্থীর নিয়োগের প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেন। তিনি জানান, আগামী ২৩ দিনের মধ্যে তাঁদের চাকরির বন্দোবস্ত করতে হবে। শূন্যপদ না থাকলে তা তৈরি করে চাকরি দিতে হবে। চাকরিপ্রার্থীরা চাকরি পেলেন কি না, তা আগামী শুনানিতে আদালতকে জানাতে হবে। সোমবারের পর মঙ্গলবার ৫৪ জনকে নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছিল। এরপর বুধবার ১১২ জনের নিয়োগের ক্ষেত্রেও একই রায় দিলেন বিচারপতি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments