Saturday, April 27, 2024
Homeপূর্ব মেদিনীপুরনন্দীগ্রামে বিজেপিতে ধস! কুনাল ঘোষের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন ৫০০ কর্মী

নন্দীগ্রামে বিজেপিতে ধস! কুনাল ঘোষের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন ৫০০ কর্মী

এবার খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নিজের গড় নন্দীগ্রামেই বিজেপিতে ধস নামল। আর সেই ধসের নেতৃত্বে গত বিধানসভা ভোটে শুভেন্দুর অন্যতম নির্বাচনী সেনাপতি জয়দেব দাস।  ‘মিথ্যাচার, ভণ্ডামিতে ভরে গিয়েছে বিজেপি দল’ বলে শুক্রবার তৃণমূলে যোগ দিয়ে শুভেন্দুকে তুলোধোনা করেন তিনি। ৩৩ জন নেতা ও সাড়ে পাঁচশো দলীয় কর্মী নিয়ে গেরুয়া শিবির ছেড়ে জোড়াফুলে যোগ দেওয়ার পাশাপাশি জয়দেব ঘোষণা করেছেন, এবার দফায় দফায় গোটা জেলার আদি বিজেপি (BJP) কর্মীরা তৃণমূলে যোগ দেবেন। নন্দীগ্রামের সাউদখালি মনসা বাজারের তৃণমূলের (TMC) সভায়  জয়দেবদের তৃণমূলে স্বাগত জানান দলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ

শুধু স্বাগত জানানো নয়, নন্দীগ্রামের জমি আন্দোলনের অন্যতম যোদ্ধা খোকন শিটদের সঙ্গে মঞ্চেই হাত মিলিয়ে দেন তৃণমূল মুখপাত্র। একইসঙ্গে তিনি বুঝিয়ে দেন, দলের তরফে জেলায় ‘সহযোগিতা’ করতে এসে তিনি যে এভাবেই সমস্ত কর্মীদের ঐক্যবদ্ধ করে বিজেপির বিরুদ্ধে লড়াই করবেন। শুধু তাই নয়, নন্দীগ্রামকে পঞ্চায়েত ভোটেই শুভেন্দু-মুক্ত করার ঘোষণাও করেন তৃণমূল মুখপাত্র। তিনি স্পষ্ট ঘোষণা করেন, ” শুভেন্দু অধিকারী মিথ্যা কথা বলে বিজেপি কর্মীদের আটকে রেখেছিলেন। কিন্তু বেশিদিন তা আর সম্ভব না। শুভেন্দুর বালির বাঁধ ভেঙে তৃণমূলে ধাপে ধাপে বহু মানুষ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেবেন। নন্দীগ্রামকে শুভেন্দু মুক্ত করব। শহিদদের পবিত্র রক্তের জায়গায় ওঁদের মতো ভণ্ডদের ঠাঁই নেই।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments