Monday, April 29, 2024
Homeময়নাগুড়িদোমহনি এলাকায় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ৩

দোমহনি এলাকায় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ৩

ময়নাগুড়ি, ৩১ আগস্ট : গত মঙ্গলবার এক যুবককে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করতে গিয়ে পুলিশের গাড়ি ভাঙচুর করেন বেশ কয়েকজন। রীতিমতো পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন উত্তেজিত জনতা। সেই ঘটনায় তিনজনকে গ্রেফতার করলো ময়নাগুড়ি থানার পুলিশ। ঘটনার পরেই কয়েকজন পলাতক ছিল। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার ভিন্ন বাড়ি থেকে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার ধৃত তিনজনকে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়। উল্লেখ্য, গত মঙ্গলবার ময়নাগুড়ি ব্লকের দোমহনি বর্মন পাড়া এলাকায় এক অপরিচিত যুবককে ছেলে ধরা সন্দেহে গণ ধোলাই দেন ওই এলাকার উত্তেজিত জনতা। সেই খবর পেয়ে পুলিশ আহত যুবককে উদ্ধার করতে গেলে পুলিশের উপর চড়াও হন এলাকার খিপ্ত জনতা। পুলিশের গাড়িতেও করা হয় ভাঙচুর। পরে ময়নাগুড়ি থানার বিরাট পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এদিকে সরকারি কাজে বাধা দেওয়া সহ সরকারি সম্পত্তি নষ্ট করার অভিযোগে মামলা দায়ের হয় থানায়। ভিডিও দেখে দেখে চিহ্নিত করণের প্রক্রিয়া শুরু করে পুলিশ। বেশ কয়েকজনের নামে মামলা দায়ের হলেও এখনো পর্যন্ত তিনজনকে গ্রেফতার করে পুলিশ। জানা যায় ধৃতরা হলেন অর্জুন দাস, সোনাল দাস ও দিলীপ দাস। এদের বাড়ি বর্মন পাড়া এলাকায়। পুলিশ জানিয়েছেন এই ঘটনার দিন ঘটনাস্থল থেকে পাথর, লাঠি উদ্ধার করা হয়। এখনো পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হলেও বাকিদের তল্লাশি চালানো হচ্ছে বলে সূত্রের খবর। বৃহস্পতিবার ধৃত তিন জনকে আদালতে পাঠানো হয়েছে। ময়নাগুড়ি থানার আইসি তমাল দাস জানান, এখনো পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।"

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments