Friday, April 26, 2024
HomeBreaking newsদিল্লির হাসপাতালে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ভেন্টিলেশনে থাকা রোগীর মৃত্যু

দিল্লির হাসপাতালে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ভেন্টিলেশনে থাকা রোগীর মৃত্যু

দিল্লির হাসপাতালে বিধ্বংসী অগ্নিকাণ্ড। ভেন্টিলেশনে থাকা রোগীর মৃত্যু। রোহিণীর ব্রহ্মশক্তি হাসপাতালের ঘটনা। শনিবার ভোরে হাসপাতালের চতুর্থ তলে থাকা আইসিইউ ওয়ার্ডে আচমকাই কালো ধোঁয়া দেখতে পান কর্মীরা। সেই সময় ওখানে বেশ কয়েকজন রোগী ভর্তি ছিলেন। প্রাণে বাঁচতে হাসপাতালের বেশ কয়েকজন কর্মী দৌড়ে বাইরে বেরিয়ে যান। রোগীদেরকে কোনওক্রমে উদ্ধার করেন বাকি কর্মীরা।

আইসিইউ-তে থাকা রোগীদের অন্যত্র স্থানান্তর করা হয়। যদিও ব্রহ্মশক্তি হাসপাতালের আইসিইউ-তে থাকা সকলকে উদ্ধার করা সম্ভব হয়নি। ভেন্টিলেশনে থাকা একজন রোগী আটকে পড়েন। তিনি অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারান। কী কারণে আগুন লাগল, তা খতিয়ে দেখছেন দমকলকর্মীরা। কারও গাফিলতি ছিল তা তদন্ত করে দেখছে পুলিস। হাসপাতালের অগ্নিনির্বাপণ ব্যবস্থা ঠিকঠাক ছিল না বলেই প্রাথমিক অনুমান দমকলের।

দিল্লি দমকল বিভাগের ডিরেক্টর অতুল গর্গ বলেন, ‘দমকলের ৯টি ইঞ্জিনের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। সকলকেই নিরাপদ স্থানে সরানো হয়েছে। ভেন্টিলেটর সাপোর্টে থাকা এক রোগীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments